This Article is From Aug 31, 2019

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল গণপিটুনি প্রতিরোধ বিল

'গণপিটুনি সামাজিক অপরাধ। একে রুখতে কেন্দ্র রাজ্যকে একযোগে কাজ করতে হবে।' বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হল গণপিটুনি প্রতিরোধ বিল

গণপিটুনি রোধে বিল না আনায় কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী।

কলকাতা:

হিংসা রুখতে কড়া আইন প্রণয়ন করল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt)। শুক্রবার রাজ্য বিধানসভায় পাস হল ‘দ্য ওয়েস্টবেঙ্গল প্রিভেনশন ওফ লিঞ্চিং বিল ২০১৯' (The West Bengal Prevention of Lynching Bill 2019)। বিলটি সভায় পেশ করেন পরিষধীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partho Chaterjee)। উল্লেখ্য, কেন্দ্র এই ধরণের কোনও বিল এখনও পেশ করেনি। বিল নিয়ে বিধানসভায় আলোচনার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘সুপ্রিম কোর্ট বিল করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেন্দ্র এখনও সেই বিল করে উঠতে পারেনি। দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম গণপিটুনি প্রতিরোধ বিল পাস হল। রাজস্থান সরকার বিল আনলেও তা পাস করাতে পারেনি।'

 Didi ke Bolo: প্রথম মাসে ব্যাপক সাড়া ফেলেছে "দিদিকে বলো"

এদিন গণপিটুনি প্রসঙ্গে আলোচনায় বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,  ‘আইন হাতে তোলার অধিককার কারও নেই। কোনও অভিযোগ পেলে পুলিশকে জানান। গণপিটুনি রুখতে কেন্দ্র, রাজ্য, পুলিশ সবাইকে একযোগে লড়তে হবে। তবে এখনও কেন্দ্র বা কোনও রাজ্য গণপিটুনি ঠেকাতে বিল আনেনি। কেউ করেনি বলে অন্যরা করবে না, এটা তো হতে পারে না। কাউকে তো করতে হবে। দেশ যখনই সংকট পড়েছে, তখনই বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই বিল প্রণয়ন করেছে।" 

কিছু না করে থাকলে এত ভয় কেন, মমতাকে বিঁধলেন দিলীপ

গণপিটুনি রুখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিকে দূরে সরিয়ে সমাজ সচেতনতা গড়ে তোলার কথা বলেন তিনি। গণপিটুনিতে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পরিবারের কথা রাজ্য বিবেচনা করে দেখবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.