This Article is From Dec 31, 2018

নতুন বছরে কৃষক ও তাদের পরিবারকে বড় উপহার মুখ্যমন্ত্রীর

কৃষদের মৃত্যু হলে তাঁর পরিবারকে 2 লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।18 থকে 60 বছরের বয়সী কোনও ছোটো কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে এই সাাহায্য করবে রাজ্য সরকার।

নতুন বছরে কৃষক ও তাদের পরিবারকে বড় উপহার মুখ্যমন্ত্রীর

বাজেট বরাদ্দ থেকেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

কলকাতা:

কৃষদের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ থকে ৬০ বছরের বয়সী কোনও ছোটো কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে এই সাাহায্য করবে রাজ্য সরকার। ১ জানুয়ারি থেকে কৃষি কৃষক বন্ধু নামে এই প্রকল্প কার্যকর করা হবে।

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের রাজ্যে মোট ৭২ লক্ষ কৃষক  পরিবার রয়েছেন।তাঁদের হয়রানি আমরা চাই না ।আগামীকাল থেকেই এই প্রকল্প চালু হয়ে যাবে। ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন কৃষকরা।এছাড়াও বছরেে দুবার এক ফসলী চাষের জন্য প্রতি একরে ২,৫০০ টাকা করে পাবেন ছোটো চাষিরা"।

মুখ্যমন্ত্রী বলেন, "এই প্রকল্পে আমরা একশো কোটিরও বেশী টাকা খরচ করব ছোটো চাষিদের জন্য"। বাজেট বরাদ্দ থেকেই এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

.