This Article is From Aug 09, 2019

Viral: ফের ধাঁধাঁ? তির চিহ্ন বাঁদিক ঘোরে না! কেন?

ফের ধাঁধা? একটা তির চিহ্নকে কিছুতেই বাঁদিকে ঘোরানো যাচ্ছে না! যতবার জোর করে হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ততবারই সে ডানদিকে ঘুরে যাচ্ছে

Viral: ফের ধাঁধাঁ? তির চিহ্ন বাঁদিক ঘোরে না! কেন?

তির চিহ্ন কেন বাঁদিক দেখায় না!

ফের ধাঁধা? একটা তির চিহ্নকে (An arrow) কিছুতেই বাঁদিকে ঘোরানো যাচ্ছে না! যতবার তাকে জোর করে হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ততবারই সে নিজের মতো করে ডানদিকে ঘুরে যাচ্ছে (one direction)। কেন হচ্ছে এমন? উত্তর খুঁজতে গিয়ে নাজেহাল নেটিজেনরা। যতই তাঁরা নাকাল হচ্ছেন ততই লাইক, কমেন্টের পারদ চড়ছে পোস্টের। সব দেখে প্রযুক্তিবিদেরা মুচকি হেসে জানিয়েছেন, পুরোটাই থ্রিডি অ্যারো-র (3D arrow) কামাল। অপটিক্যাল ইলিউশনে ধেঁধেঁ সবাই তিরটিকে শুধুই ডানদিকে ঘুরতে দেখছেন।   

মুখে অক্টোপাস নিয়ে পোজ দিলেন ইনি! প্রাণ বাঁচাতে ছুটতে হল হাসপাতালে!

এই ধাঁধাঁ যদিও মাথা থেকে বেরিয়েছে কোনো প্রযুক্তিবিদের নয়। বরং এক গণিতজ্ঞের মাথা থেকে। জাপানের গণিতজ্ঞ এবং ভাস্কর কোকিচি সুগিহারা সোশ্যাল মিডিয়া তোলপাড়া করা এই কাণ্ড ঘটিয়েছেন। ইতিমধ্যেই সেই ভিডিও শুধু টুইটারে মাত্র চার দিনেই ২.৭ লক্ষ ভিউয়ার্স দেখেছেন। হাজারে হাজারে কমেন্ট তো রয়েইছে। রিটুইটও হয়েছে বহুবার। 

দেখুন সেই ভিডিও:

কোচিকির এই তিরটি থ্রি-ডি প্রিন্টারে প্রিন্ট করা। ফলে, চোখ আর মাথা পুরোটাই ঘেঁটে ঘ! 

দেখুন নেটিজেনদের দশা:

মেয়ের পড়াশোনা কলেজে ফিরিয়ে আনল বাবাকে! মেয়ের জুনিয়র তিনি, সত্যিই?

তবে একজন গণিতজ্ঞ কী করে মূর্তি গড়েন মানে ভাস্কর হন, সেটাও কিন্তু একটা বিশাল ধাঁধাঁ! তাই না?

Click for more trending news


.