This Article is From Nov 29, 2018

বার্টোলোম এস্টেবেন মুরিলোর জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগল

জানলায় দুই নারী মুরিলোর অন্যতম বিখ্যাত কাজ। ১৬৫৫ থেকে ১৬৬০ সালে এটি তৈরি।

বার্টোলোম এস্টেবেন মুরিলোর জন্মদিনে শ্রদ্ধা জানালো গুগল

মুরিলোর আঁকা ছবি

নিউ দিল্লি:

আজকের গুগল ডুডল বার্টোলোম এস্টেবেন মুরিলোর ৪০০ তম জন্মদিবসকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে। তিনি একজন স্পেনীয় বারোক পেইন্টার ছিলেন। তবে তার সঠিক জন্মদিন জানা যায়না। তিনি মূলত ঐতিহাসিক ও ধর্মীয় সিন আঁকতেন। তাঁর আঁকাগুলি স্প্যানিশ আর্টের সুবর্ণযুগের অয়েল ও ফ্রেসকো পেইন্টিং হিসাবে বিবেচিত হয়। নিজের নাটকীয় আলোর ব্যবহার, দুর্দন্ত রঙের ব্যবহার, বৈচিত্র্য দিয়ে মুরিলো বিভিন্ন বিষয়কে রূপদান করতেন। তা সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হোক বা জানলার ধারে দুই নারী।

জন্মদিনে মিখায়েল ডার্টোউজাসকে শ্রদ্ধার্ঘ্য় গুগলের

জানলায় দুই নারী মুরিলোর অন্যতম বিখ্যাত কাজ। ১৬৫৫ থেকে ১৬৬০ সালে এটি তৈরি। মুরিলো জীবনের বেশিটাই কাটিয়েছেন সেভাইলে। বিখ্যাত পেইন্টার জুয়ান ডেল কাস্টিলোর কাছে পড়াশোনা করলেও পরবর্তীকালে মুরিলো গুরুকে ছাপিয়ে যান এবং ‘সেভিলিয়ান স্কুল'-এর প্রধান হিসাবে বিবেচিত হন। তাঁর প্রথম দিকের কাজগুলি জুবারান, জুসেপে দে রিবেরা ও অ্যালোঞ্জো কানোর দ্বার অনুপ্রাণিত। সেখানে তাঁদের রিয়্যালিস্ট অ্যাপ্রোচের ছাপ আছে।

মহাকাশে বিস্ফোরণ দিয়ে শিশু দিবস পালন করল গুগল ডুডল

মুরিলো পরে পেইন্টিংয়ে নিজের ধারা গড়ে তোলেন। তিনি ভেনিশিয় ও ফ্লেমিশ শৈলি দ্বারা অনুপ্রাণিত হন নিজের কেরিয়ারে।

তাঁর বহু শিষ্য ও ছাত্র ছিল। গেইনসবরো ও গ্রেউজের মতো শিল্পীরা তার কাজের দ্বারা অনুপ্রাণিত ছিলেন।

আজ গুগল সেই জিনিয়াস বার্টোলোম এস্টেবেন মুরিলোর ৪০০ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।

আরও খবর পড়ুন এখানে

.