This Article is From Oct 03, 2018

সহপাঠীকে মেরে ‘সোশ্যাল মিডিয়ার ভাইরাল’ করতে ভিডিও করে রাখল ছাত্ররা

চারজন পড়ুয়া তাঁদের সহপাঠীকে অপহরণ করে নিয়ে যায় একটি জায়গায়, সেখানেই কাঠের ডাণ্ডা দিয়ে তাঁকে বেদম মারা হয়। "সোশ্যাল মিডিয়াতে ভাইরাল" করার জন্য এই মারের ঘটনাটি ভিডিও করে রাখে তাঁরা।

সহপাঠীকে মেরে ‘সোশ্যাল মিডিয়ার ভাইরাল’ করতে ভিডিও করে রাখল ছাত্ররা

সহপাঠীকে মেরে সেটি ভিডিও করে রাখে ওই চার ছাত্র

ভিওয়ানি, হরিয়ানা:

সহপাঠীকে ধরে, মেরে ফেসবুকে দেওয়া হবে বলে মারের ভিডিও করে রাখল কয়েকজন পড়ুয়া। হরিয়ানার ভিশানিতে ঘটেছে এই ঘটনাটি। চারজন পড়ুয়া তাঁদের সহপাঠীকে অপহরণ করে নিয়ে যায় একটি জায়গায়, সেখানেই কাঠের ডাণ্ডা দিয়ে তাঁকে বেদম মারা হয়। "সোশ্যাল মিডিয়াতে ভাইরাল" করার জন্য এই মারের ঘটনাটি ভিডিও করে রাখে তাঁরা।

ওই সহপাঠী অভিযোগ যে, এই ছেলেরা তাঁকে প্রতিদিনই বিরক্ত করত। "শুক্রবার ট্রেনে করে বাড়িতে ফিরে আসার সময় ওরা আমাকে বলে সিট ছেড়ে দিতে। কারণ ওরা নাকি ‘সিনিয়র’! এতেই শেষ নয়, ওরা এর পর রোহতককে আরো ছেলেদের ডেকে নিয়ে আসে এবং তারপর ট্রেন থেকে আমাকে নামিয়ে তাঁদের বাইকে বসিয়ে এক জায়গায় নিয়ে যায় আমাকে মারধোর করে।"

সে আরও জানায়, "এর পর ওই ছেলেরা আমাকে মারার সময় ভিডিও করতে থাকে। তাঁরা বলে যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য এই ভিডিও করছে তাঁরা। কেবলমাত্র নিজেদের দাদাগিরি দেখাতেই এমন করেছে ওরা।"

ওই ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

.