This Article is From Dec 03, 2018

দিল্লির প্রকাশ্য রাস্তায় পুলিশের লাঠি দিয়ে এক ব্যক্তিকে মারলেন আপ বিধায়কের ঘনিষ্ঠ

এই ঘটনাকে কেন্দ্র করে বছর দুয়েক পুরনো অন্য একটি বিষয়ও নতুন করে আলোচনায় উঠে আসছে

দিল্লির  প্রকাশ্য রাস্তায় পুলিশের লাঠি দিয়ে এক ব্যক্তিকে মারলেন আপ বিধায়কের  ঘনিষ্ঠ

সৌরভ স্থানীয় আপ বিধায়ক ঋতুরাজ ঝায়ের ঘনিষ্ঠ এবং আপের যুব সংগঠনের সদস্য

হাইলাইটস

  • প্রকাশ্য রাস্তায় পুলিশের লাঠি দিয়ে এক ব্যক্তিকে মারধর করা হল
  • পাশে দাঁড়িয়ে মারধরের ঘটনা ঘটতে দেখল পুলিস
  • একটি ভিডিয়ো ফুটেজ থেকে ১৪ নভেম্বরের এই ঘটনা প্রকাশ্যে এসেছে
নিউ দিল্লি:

দিল্লির প্রকাশ্য রাস্তায় পুলিশের লাঠি দিয়ে এক ব্যক্তিকে মারধর করা হল। যিনি মারলেন তিনি পুলিশের কেউ নন। তাঁর পরিচয় তিনি আপ বিধায়কের ঘনিষ্ঠ। পাশে দাঁড়িয়ে মারধরের ঘটনা ঘটতে দেখল পুলিস। একটি ভিডিয়ো ফুটেজ থেকে ১৪ নভেম্বরের এই ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যিনি মারধর করছেন তাঁর নাম সৌরভ ঝা। আর ঘটনাটি ঘটছে দিল্লির কিরারি এলাকায়। সৌরভ স্থানীয় আপ বিধায়ক ঋতুরাজ ঝায়ের ঘনিষ্ঠ এবং আপের যুব সংগঠনের সদস্য। কিন্তু এক এই মারধর? জানা গিয়েছে ওই ব্যক্তির নামে বেশ কিছু অভিযোগ রয়েছে । আর সেদিনও সে নাকি এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল কিন্ত তারা পালিয়ে যায় আর স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় বিকাশ। তাঁকেই মারধর করা হয়।

কেজরিওয়ালের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া ব্যক্তির সচিবালয়ের ভেতরে ঢোকা নিয়ে উঠছে প্রশ্ন

পরে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বছর দুয়েক পুরনো অন্য একটি বিষয়ও নতুন করে আলোচনায় উঠে আসছে। বিকাশের দাদার নামে বছর দুয়েক আগে গণধর্ষণের অভিযোগ ওঠে। সে মামলা থেকে বাঁচিয়ে দিতেই নাকি ২৫ লাখ টাকা চান এই সৌরভ।

অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি থেকে গুলি সহ গ্রেফতার মসজিদের কেয়ারটেকার

সেই টাকা দিতে না পারার জন্যই বিকাশকে মারধর করা হয়েছে বলে দাবি পরিবারের। তবে পরিবারের বক্তব্য সম্পর্কে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।

দেখুন ভিডিও:

.