
বিনামূল্যে জ্বালানি দিচ্ছেন বিকিনি বয়!
খদ্দের টানতে এমনও হয়! বিনামূল্যে পেট্রল বিক্রি করতে শেষে বিকিনি পরতে হল বিক্রেতাকে! রাশিয়ার (Russia) এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে তামাম বিশ্বে। সেখানকার সামারা অঞ্চলের ওলভি পেট্রল স্টেশনের (Olvi petrol station) এক বিক্রেতা নাকি মাথা খাটিয়ে বের করেছেন এই অভিনব পদ্ধতি। বিকিনি গার্লের জায়গায় বিকিনি বয়-কে দেখতে নাকি অনেকেই আগ্রহী হয়ে আসছেন সেখানে।
সোশ্যাল দুনিয়ায় ভাইরাল ভুতুড়ে বাচ্চার ছবি, গায়ের রঙ নীল, জ্বলছে চোখ!
ঘটনাটি #BikiniDress trending নামে ইতিমধ্যেই ট্যুইটারে ছেয়ে গেছে। অনেকে ছবি দেখে মজার মন্তব্যও করেছেন। বলেছেন: "মিশনের লক্ষ্যে পৌঁছোতে লিঙ্গ বদল!".
সোশ্যালে ভাইরাল সেই ছবি আপনিও দেখুন.
Rusyada bir petrol sirketi bikini ile gelene bedava benzin kampanyası yapmış sadece erkekler katılmış ???????????? pic.twitter.com/wImMtnDY1B
— Hizli (@Hizli067) November 16, 2019
আরও এক নেটিজেনের মন্তব্য, "ক্যালিফোর্নিয়ার পুরুষ হয়েও বলব, এই পেট্রল স্টেশন থেকে আমি জ্বালানি ভরতে যাব।"
কুকুরকে 'কথা' বলতে শেখান এই মহিলা, দেখুন সেই আশ্চর্য কাণ্ডকারখানা!
অন্যজন জ্বালানির সঙ্গে আগুনের সম্পর্কের কথা বলে সাবধানবাণী শুনিয়েছেন। জানিয়েছেন, "বিকিনি বয়ের শরীর আগুনের মতোই। তাই সবাই সাবধান।".
Click for more trending news