This Article is From Feb 20, 2020

Viral: না, ওরা লড়াই করছে না! জেনে নিন ঠিক কী করছে এই ফ্লেমিঙ্গো পাখিরা

একজনের চঞ্চু অন্যজনের মাথায় ঠেকানো। আর সেখান থেকে চুঁইয়ে চিঁয়ে পড়ছে রক্ত! কিন্তু আসলে ওটা রক্ত নয়।

Viral: না, ওরা লড়াই করছে না! জেনে নিন ঠিক কী করছে এই ফ্লেমিঙ্গো পাখিরা

দুই ফ্লেমিঙ্গোর ‘লড়াই’-এর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

হাইলাইটস

  • দুই ফ্লেমিঙ্গো পাখির ভিডিও ভাইরাল
  • তাদের দেখে মনে হচ্ছে তারা লড়াই করছে
  • কিন্তু আসলে তারা লড়াই করছে না, শাবককে খাওয়াচ্ছে

ভারতীয় বন পরিষেবা আধিকারিক প্রবীণ কাসওয়ান প্রায়ই বন্য জীবনের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিগুলির সঙ্গে থাকে আকর্ষণীয় তথ্যও। বৃহস্পতিবার সকালে তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন সেটিও কৌতূহলজনক। সেখানে দেখা যাচ্ছে দুই ফ্লেমিঙ্গো (Flamingo) পাখিকে। তারা নিজেদের মধ্যে লড়াই করছে। একজনের চঞ্চু অন্যজনের মাথায় ঠেকানো। আর সেখান থেকে চুঁইয়ে চিঁয়ে পড়ছে রক্ত! কিন্তু আসলে ওটা রক্ত নয়। প্রবীণ ভিডিও শেয়ার করার সময় জানিয়ে দিয়েছেন, ‘‘না, ওরা মারামারি করছে না।'' তিনি বুঝিয়ে বলেছেন, আসলে ওই দুই ফ্লেমিঙ্গো তাদের শাবককে খাওয়াচ্ছে। এবং রক্ত বলে যেটা মনে হচ্ছে, তা আসলে শস্যের দুধ। যা ওই পাখিরা তৈরি করে নিজেদের পৌষ্টিক নালিতে। তারপর মুখ থেকে উগরে তুলে দেয় শাবকদের মুখে।

হাতের মুঠোয় এ কোন প্রাণির বাচ্চা? আসলে ছবির মধ্যে লুকিয়ে তাজ্জব করা এক সত্য!

তিনি জানিয়েছেন শস্যের দুধে থাকে প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ কোষ। খাবার হজম হওয়ার আগে যেখানে অবস্থান করে সেখানে ওই কোষ থাকে। সুতরাং বোঝাই যায়, শাবকরা খেতে শুরু করার আগে ফ্লেমিঙ্গোরা পেট ভরে খেয়ে নেয়।

Watch: খেয়ে নয়, পেটে স্প্যাগেটি মাখিয়ে উদরপূর্তি একরত্তির!

ভালো করে ভিডিওটির নীচের ডান অংশে চোখ বোলালেই দেখা যাবে এক ফ্লেমিঙ্গো শাবককে। সে ওই দুধ পান করছে:

ভিডিওটি বহু নেটিজেনদেরই পছন্দ হয়েছে। এখনও পর্যন্ত ৩৫,০০০ বার দেখা হয়েছে ভিডিওটি।

একজন লিখেছেন, ‘‘প্রকৃতির বিস্ময় আমাদের সব সময়ই অবাক করে।'' অন্য একজন লেখেন, ‘‘মন ভাল করে দিল। দারুণ!''

এর আগে এ মাসের শুরুতে এক চিতা ও গোসাপের লড়াইয়ের ভিডিও শেয়ার করেছিলেন প্রবীণ। সেই ভিডিও ভাইরাল হয়েছিল।

Click for more trending news


.