This Article is From Jul 29, 2020

৫ অগস্ট থেকে দেশে লাগু আনলক ৩! খোলা যাবে জিম-যোগা, নেই নাইট কার্ফু

পাশাপাশি ১০ বছর নীচে, ৬৫ বছরের ওপরে, সন্তানসম্ভবা এবং রক্তচাপ ও সুগার রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে

৫ অগস্ট থেকে দেশে লাগু আনলক ৩! খোলা যাবে জিম-যোগা, নেই নাইট কার্ফু

স্বরাষ্ট্র মন্ত্রক এদিন নতুন গাইডলাইন প্রকাশিত করল।

নয়াদিল্লি:

৫ অগাস্ট থেকে দেশব্যাপী লাগু হচ্ছে আনলক-৩। এই পর্বে কনটেইনমেন্ট জোনের বাইরে জিমখানা ও যোগেন্দ্র খোলার অনুমোদন দেওয়া হয়েছে। থাকছে না নাইট কার্ফু। নতুন গাইডলাইন জারি করে বুধবার জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। তবে, আগের মতোই বন্ধ থাকছে স্কুল ও অন্য শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ পানশালা, পাব, বিনোদন পার্ক, শপিং মল ও সিনেমা হল। নিষেধাজ্ঞা গণজমায়েতে। বন্ধ ট্রেন ও মেট্রোর মতো গণপরিবহণ। এদিকে, বুধবার ১৫ লক্ষ ছাড়িয়েছে সংক্রমণ। একদিনের নিরিখে সংখ্যাটা প্রায় ৫০ হাজার। তবে কিছুটা হলেও বেড়েছে সুস্থতার হার। জানা গিয়েছে, এবছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান কড়া স্বাস্থ্যবিধি মেনে করা হবে। সরকারি প্রতিষ্ঠানে মানতেই হবে সামাজিক দূরত্ব।

তবে আনলক পর্বেও রাজ্যের হাতে ছাড়া হয়েছে লকডাউন জারি রাখার নিয়ন্ত্রণ। হটস্পট ও বাফার জোন বিচার করে সংশ্লিষ্ট রাজ্য আরোপ করতে পারে বিধিনিষেধ। এমনটাও উল্লেখ সেই গাইডলাইনে। পাশাপাশি ১০ বছর নীচে, ৬৫ বছরের ওপরে, সন্তানসম্ভবা এবং রক্তচাপ ও সুগার রোগীদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

.