This Article is From Jul 06, 2019

Budget 2019: টুইটার জুড়ে মজার মিমের বন্যা বাজেট নিয়ে

শুক্রবার ছিল চলতি বছরের বাজেট অধিবেশন। কোন কোন জিনিস থাকছে মধ্যবিত্তের নাগালে? কোনটা ছুঁলে ছ্যাঁকা খাবে আম আদমি! জল্পনা ছিল সেই নিয়ে।

Budget 2019: টুইটার জুড়ে মজার মিমের বন্যা বাজেট নিয়ে

Budget 2019: বাজেট প্রকাশের পরেই টুইটার ভাসছে মিম আর জোকসের বন্যায়

শুক্রবার ছিল চলতি বছরের বাজেট অধিবেশন। কোন কোন জিনিস থাকছে মধ্যবিত্তের নাগালে? কোনটা ছুঁলে ছ্যাঁকা খাবে আম আদমি! জল্পনা ছিল সেই নিয়ে। এবারের বাজেটে সোনা আর পেট্রল-ডিজেল মহার্ঘ হওয়ার কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance Minister Nirmala Sitharaman) ঘোষণা করতেই স্বাভাবিক ভাবে ভুঁরুতে ভাঁজ সাধারণের। বাজেট নিয়ে তাই চুলচেরা বিশ্লেষণের মধ্যেও চুপ নেই সোশ্যাল মিডিয়া। বাজেট পেশের পরেই শুক্রবার বিকেল থেকে আজ পর্যন্ত নানা জোকস, মজার মিমে উপচে পড়েছে টুইটার। #বাজেট ২০১৯ (#Budget2019) নাম দিয়ে। 

যাঁদের প্রত্যাশা পূরণ হয়নি তাঁরা ক্ষোভ উগরে দিয়েছে টুইটারেই---

এই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন:

এছাড়া টুইটার জুড়ে মজার জোকস, মিম তো আছেই:

আপনি কোনটা পড়ে মজা পেলেন সবচেয়ে বেশি?

Click for more trending news


.