This Article is From Feb 14, 2020

জঙ্গলে খেলার ধুম! কষে ধমক বাঘিনীর, কেন?

এক বাঘিনী রীতিমতো শাসন করছে দুই বাচ্চাকে। ঠিক আমরা মানুষেরা ছেলেপুলে দুষ্টুমি করলে যেভাবে শাসন করি।

জঙ্গলে খেলার ধুম! কষে ধমক বাঘিনীর, কেন?

দুষ্টু বাচ্চাদের মায়ের বকুনি!

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রাতারাতি ভাইরাল হয়েছে। এক বাঘিনী রীতিমতো শাসন করছে দুই বাচ্চাকে। ঠিক আমরা মানুষেরা ছেলেপুলে দুষ্টুমি করলে যেভাবে শাসন করি। বাচ্চারা মন খুলে খেলায় মেতেছিল। তখনই মা এসে জোরে ধমকায় দুই বাঘের বাচ্চাকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ করেছে নেটিজেনরা। ভারতীয় বন কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামেও সফল Ratan Tata, 'ছোটু'র ভক্ত ১ মিলিয়ন!

তিনি ক্যাপশনে লিখেছেন, "বড় হচ্ছে বাচ্চারা। এবার তাদের ছেড়ে দিতে হবে। মা তাই তাদের ধমকে, বকে সেই সম্বন্ধে সজাগ করার চেষ্টা করছে। এদিকে বাচ্চারা এখনও ছেলেমানুষী খেলায় ব্যস্ত। মায়ের রাগ না হয়ে উপায় আছে! প্রসঙ্গত, ১৮ মাস বয়স হলেই বাচ্চাকে একা ছেড়ে দেয় বাঘিনী জঙ্গলে নিজের দায়িত্ব প্রতিষ্ঠার জন্য।''

দেখুন VIDEO:

বাঘের বাচ্চাদের এই খুনসুটি কিন্তু দারুণ ভালো লেগেছে সবার। মজা পেয়েছেন সবাই মায়ের শাসন দেখেও। ১১ ফেব্রুয়ারি শেয়ার করা এই ভিডিওটিতে ১৭ হাজারের বেশি ভিউ রয়েছে। এছাড়াও, এক হাজারেরও বেশি লাইক আর এবং ৩০০ বারেরও বেশি রি-টুইট করা হয়েছে।

Click for more trending news


.