This Article is From Feb 03, 2019

তিরুপতির মন্দিরে তিন দেবীর বহু মূল্যবান রত্নখচিত সোনার মুকুট চুরি

১২ শতকের সময়কার এই মন্দিরে সন্ধ্যাবেলা পুজোর প্রসাদ উৎসর্গের সময়ই চুরির ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

অন্ধ্রপ্রদেশের তিরুপতির মন্দির চত্বরের মধ্যে অন্যতম বড় মন্দির শ্রী শ্রী গোবিন্দরাজাস্বামী মন্দির

তিরুপতি:

প্রসাদ বিতরণের সময়ে খোদ ভগবানের ঘরেই চুরি! অন্ধ্রপ্রদেশের তিরুপতির মন্দির চত্বরের মধ্যে অন্যতম বড় মন্দির শ্রী শ্রী গোবিন্দরাজাস্বামী মন্দির থেকে শনিবার মূল্যবান রত্নখচিত ঠাকুরের তিনটি সোনার মুকুট চুরি গিয়েছে।

১২ শতকের সময়কার এই মন্দিরে সন্ধ্যাবেলা পুজোর প্রসাদ উৎসর্গের সময়ই চুরির ঘটনাটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। মন্দিরের সুপারিনটেনডেন্ট শ্রী জ্ঞান প্রকাশ চুরির অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে।

ছ'ঘণ্টা ধরে জলন্ধরের রাস্তায় চিতাবাঘের তাণ্ডব, ৪ জনকে কামড়ে শেষে পাকড়াও

এই উপ-মন্দিরে তিন দেবীর মুকুট চুরি গিয়েছে- মালয়াপ্পা, শ্রীদেবী ও ভূদেবী। মন্দির সূত্রের খবর ওই তিনটি মুকুটের ওজন ১,৩০০ গ্রামের বেশি। মালয়াপ্পার মুকুটের ওজন ৫২৮ গ্রাম, শ্রীদেবীর মুকুট ৪০৮ গ্রাম ও ভূদেবী মুকুটের ওজন ৪১৫ গ্রাম।

বিহারে বেলাইন সীমাঞ্চল এক্সপ্রেস, ঘুমের মধ্যেই প্রাণ হারালেন ৭, আহত কমপক্ষে ১৪

তদন্তকারী এক কর্তা এনডিটিভিকে বলেন, “আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। ওই জায়গায় সেই সময় যতজন ছিল প্রত্যেককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে।”

.