This Article is From Feb 20, 2019

২ শহিদ জওয়ানের পরিবারকে ৫ লাখ টাকা করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “তাঁরা যদি বলেন, তাহলে আমরা শহিদ জওয়ানের পরিবারকে চাকরিও দেব”।

২ শহিদ জওয়ানের পরিবারকে ৫ লাখ টাকা করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

২ শহিদ জওয়ানের পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর।(ফাইল ছবি)

কলকাতা:

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় শহিদ এ রাজ্যের দুই শহিদ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত সপ্তাহে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন।তারমধ্যে ছিলেন এ রাজ্যের বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাস। হাওড়ার রাজবংশীপাড়ার বাসিন্দা বাবলু সাঁতরা, অন্যদিকে, নদিয়ার তেহট্টের বাসিন্দা সুদীপ বিশ্বাস।

শহরে মহিলাদের জন্য ক্যাবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “তাঁরা যদি বলেন, তাহলে আমরা শহিদ জওয়ানের পরিবারকে চাকরিও দেব”।শিক্ষা সহ বিভিন্ন সমস্যা নিয়ে ক্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একটি বৈঠক করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনও।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.