This Article is From Nov 22, 2018

মেয়র পদ ছাড়লেন শোভন, শহরের নতুন মহানাগরিক হলেন ববি হাকিম

মেয়র পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। প্রত্যাশামতোই তাঁর জায়গায় কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মেয়র পদ ছাড়লেন শোভন, শহরের নতুন মহানাগরিক হলেন ববি হাকিম

নতুন মেয়র হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম

হাইলাইটস

  • রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ববি হাকিম
  • তিনি কাউন্সিলর না হওয়া সত্ত্বেও মেয়র হলেন
  • আগামী ৬ মাসের মধ্যে তাঁকে কাউন্সিলর হিসেবে জিতে আসতে হবে
কলকাতা:

মেয়র পদ ছাড়লেন শোভন চট্টোপাধ্যায়। প্রত্যাশামতোই তাঁর জায়গায় কলকাতা পুরসভার নতুন মেয়র হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। আজ বিকেলবেলা নবান্নের পক্ষ থেকে এই ঘোষণা করা হল। গত সোমবারই রাজ্যের আবাসন ও দমকল মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শোভন চট্টোপাধ্যায়। ওই সময়ই তাঁকে মেয়রের পদ থেকেও সরে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "তাঁর এক প্রতিনিধির হাত দিয়ে তিনি মেয়র হিসেবে তাঁর পদত্যাগপত্রটি পাঠিয়ে দেন", সংবাদমাধ্যমকে এই কথা জানান কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। মেয়র পদ ছেড়ে দেওয়ার পর বিধায়ক পদ থেকে সরে দাঁড়ানোরও ইচ্ছাপ্রকাশ করেন শোভন। প্রসঙ্গত, বেহালা-পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। 

মেয়র পদে কে, উত্তর পাওয়ার আগে পুর-আইন সংশোধনের চিন্তা করছে সরকার

আজ বিকেলে রাজ্য বিধানসভায় যে বিলটি পাশ হয়, সেখানে জানানো হয়, কাউন্সিলর না হলেও প্রয়োজনে কেউ মহানাগরিক হতে পারবেন।

 ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা

যদিও, আগামী  ছ'মাসের মধ্যে মেয়র পদে আসীন ব্যক্তিকে কোনও একটি কেন্দ্র থেকে কাউন্সিলর হয়ে জিতে আসতে হবে। 

ভাঙা হল জম্মু কাশ্মীর বিধানসভা,সংবিধানে শ্রদ্ধা নেই বিজেপির, দাবি তৃণমূলের

উল্লেখযোগ্য ব্যাপারটি হল, বিধানসভায় এই বিলটির কথা প্রথম বলেছিলেন ফিরহাদ হাকিম স্বয়ং। কংগ্রেস ও সিপিএম বিধানসভা বয়কট করায় আজ সভাকক্ষে বিরোধীদের সবথেকে হেভিওয়েট নেতা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনিও সমর্থন জানান এই বিলটিকে।

রাজ্যের আরও খবর পড়ুন এখানে। 

.