This Article is From Mar 13, 2019

নিজের সুবিধামতো ভোটের সূচি তৈরি করেছেন মোদীবাবুঃ মমতা

TMC candidate list 2019: নিজের সুবিধামতো ভোটের সূচি তৈরি করেছেন মোদীবাবু, অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের সুবিধামতো ভোটের সূচি তৈরি করেছেন মোদীবাবুঃ মমতা

TMC candidate list 2019: এই বিষয়টিকে আগেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস।

হাইলাইটস

  • নিজের সুবিধামতো ভোটের সূচি তৈরি করেছেন মোদীবাবুঃ মমতা
  • ৪২টি আসনের ভোট সাত দফায় হওয়ার নেপথ্যে যুক্তি কী তাও জানতে চান মমতা
  • এখানে দু’মাস ধরে ভোট করে উন্নয়ন স্তব্ধ করে দিতে চাওয়া হচ্ছেঃ মমতা
কলকাতা:

নিজের সুবিধামতো ভোটের সূচি তৈরি করেছেন মোদীবাবু (PM Modi )। প্রতিটি রাজ্যে যাতে তিনি যেতে পারেন তা নিশ্চিত করতেই ভোটের নির্ঘণ্ট এভাবে তৈরি হয়েছে। দলের প্রার্থী ঘোষণা (TMC candidate list 2019) করে এমনই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো  মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bannerjee)।  এ রাজ্যে ৪২টি আসনের ভোট সাত দফায়  হওয়ার নেপথ্যে যুক্তি কী তাও জানতে চান মমতা (Mamata Bannerjee)। তিনি বলেন, "আমরা বিজেপির প্রতিহিংসা দেখলাম। গুজরাট, কেরালা এবং তামিলনাড়ুতে একদিনে ভোট হচ্ছে। কয়েকটা রাজ্যে দু'দিনে ভোট হচ্ছে।  আর আমাদের এখানে দু'মাস ধরে ভোট হবে! এই নির্ঘণ্ট তৈরির নেপথ্যে যুক্তি কী? এতটা সময় উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে যাবে"।

লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল, বাদ পড়লেন ১০ জন বর্তমান সাংসদ

এদিন তিনি আরও একবার বলেন, লোকসভা  ভোটের আগে  আবার স্ট্রাইক করার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। এছাড়া ‘কালো টাকা আনতে না পারা বা কর্ম সসংস্থান দিতে ব্যর্থ হওয়ার' মতো বিষয়কে হাতিয়ার করেও আক্রমণ শানান মমতা।  তিনি বলেন, "এবারের লোকসভা ভোটের লড়াই ঐক্যবদ্ধ ভারতের সঙ্গে এমন এক  ভারতের যারা দেশকে সমস্ত কিছুর থেকে আলাদা করে দিতে চাইছে। মোদী যাতে ক্ষমতার বাইরে যায় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নতুন সরকারের দায়িত্ব হবে কাজের সুযোগ তৈরি করা"।   এ রাজ্যে সাত দিন ভোট হবে বলে কমিশন জানিয়েছে। এই বিষয়টিকে আগেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। কলকাতার মেয়র তথা তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম ভোট ঘোষণার দিনই  জানান,  "সাত  দফায়  ভোট হলে তৃণমূলের কোনও সমস্যা নেই। সাত দফা হলেও  আমরা ৪২টি আসনেই জিতব।বেশি  দফা ভোট হলে  বিজেপির কোনও সুবিধা  হবে  এমনটা ভাবার কোনও কারণ নেই। আমাদের খারাপ লাগছে মানুষের কথা  ভেবে। মানুষ কষ্ট পাবেন। আমরা সারা বছর  মানুষের পাশে থাকি।  রমজান চলবে তখন মানুষের কষ্ট হবে এটা ভেবে খারাপ লাগছে"। এরপর দলের প্রার্থী ঘোষণা করে ভোটের সূচি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন  মমতা।           

 

 

.