This Article is From Nov 30, 2018

"ইমরানে গুগলিতে ভারত তড়িঘড়ি দুই মন্ত্রীকে পাকিস্তানে পাঠাল": পাক বিদেশমন্ত্রী

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বৃহস্পতিবার বললেন, কর্তারপুর করিডোরে ভারতের উপস্থিতি নিশ্চিত করার জন্য একটা গুগলি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী  ইমরান খান।

ইমরানের গুগলির জন্যি ভারত দুই মন্ত্রীকে পাকিস্তানে পাঠিয়েছে, দাবি পাক বিদেশমন্ত্রীর

ইসলামাবাদ:

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বৃহস্পতিবার বললেন, কর্তারপুর করিডোরে ভারতের উপস্থিতি নিশ্চিত করার জন্য একটা গুগলি দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী  ইমরান খান। পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে তাদের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক বৈঠক করবে না ভারত, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের এই মন্তব্যের পরদিনই সীমান্তের ওপার থেকে উড়ে এলো শাহ মেহমুদ কুরেশির এই মন্তব্য। পাকিস্তান এর আগে সুষমা স্বরাজকে বুধবারের অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু, কিছু 'পূর্ববর্তী প্রতিশ্রুতি'র জন্য ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন সুষমা। ওই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল এবং হরদীপ সিংহ পুরি। 

সিঙ্গুর থেকে মিছিল করে ৫০,০০০ কৃষক ৫২ কিলোমিটার পথ হেঁটে পৌঁছলেন কলকাতায়

কুরেশি বলেন, কর্তারপুর সীমান্ত খুলে দেওয়া নতুন পাক সরকারের কাছে এক বিশাল 'জয়'। প্রসঙ্গত, ক্ষমতাত আসার ১০০ দিন পূর্ণ করল ইমরান খানের সরকার গতকালই। 


যোগব্যায়ামের মাধ্যমেই কমবে ভারত ও আর্জেন্টিনার মধ্যে দূরত্ব, বললেন মোদী

কুরেশির কথায়, ইমরান একটা গুগলি দিয়েছিলেন। তার পরপরই দুজন মন্ত্রীকে পাকিস্তানে পাঠিয়ে দিল ভারত।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.