
গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে কেন্দ্র।
হাইলাইটস
- গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্র বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে
- ভারত রফতানি বন্ধ করায় প্রবল সমস্যায় পড়েছে বাংলাদেশ
- ঢাকায় ১০০ কেজি পেঁয়াজের দাম ১০,০০০ টাকা পেরিয়ে গিয়েছে
অতিবর্ষণের ফলে বিলম্বিত ফলনের ধাক্কায় পেঁয়াজের (Onion) সরবরাহে সঙ্কোচন। তার সঙ্গে দামও ঊর্ধ্বমুখী। এই অবস্থায় গত মাস থেকে প্রতিবেশী বাংলাদেশে (Bangladesh) পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত (India's Export Ban)। বিশ্বের বৃহত্তম সবজি বিক্রেতা ভারতের এহেন সিদ্ধান্তের ফলে তাঁদের দেশে পেঁয়াজ সরবরাহের সমস্যার কথা বলতে গিয়ে রসিকতার আশ্রয় নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লিতে এসেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্তর্গত ভারতের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে। সেখানে নিজেদের দেশকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির দেশ ও ব্যবসার জন্য আকর্ষণীয় গন্তব্য বলে বর্ণনা করলেন তিনি। এরই সঙ্গে উঠে এল পিঁয়াজের প্রসঙ্গও। তিনি বলেন, ‘‘পেঁয়াজ পাওয়া আমাদের দেশে কঠিন হয়ে উঠেছে। আমি জানি না আপনারা রফতানি বন্ধ করলেন কেন। আমি আমার রাঁধুনিকে বলেছি পেঁয়াজ ছাড়াই খাবার বানাতে।''
তাঁর এমন কথায় উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।
#WATCH Bangladesh Prime Minister Sheikh Hasina in Delhi: Pyaaz mein thoda dikkat ho gya hamare liye. Mujhe maloom nahi kyun aapne pyaaz bandh kar diya? Maine cook ko bol diya ab se khana mein pyaaz bandh kardo. (Indian Govt had banned export of Onions on September 29) pic.twitter.com/NYt4ds9Jt2
— ANI (@ANI) October 4, 2019
তিনি বলেন, ‘‘পেঁয়াজ পাওয়া আমাদের দেশে কঠিন হয়ে উঠেছে। আমি জানি না আপনারা রফতানি বন্ধ করলেন কেন। আমি আমার রাঁধুনিকে বলেছি পেঁয়াজ ছাড়াই খাবার বানাতে।'' তাঁর এমন কথায় উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।
গত ২৯ সেপ্টেম্বর কেন্দ্র বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধ করে। গত প্রায় ছ'বছরের রেকর্ড ভেঙে সেদিন পেঁয়াজের দাম পৌঁছেছিল ৪,৫০০ টাকা প্রতি একশো কেজিতে। বাণিজ্যমন্ত্রকের গুরুত্বপূর্ণ শাখা ডিজিএফটি, যারা মূলত আমদানি-রফতানি সংক্রান্ত বিষয় দেখভাল করে তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘‘সমস্ত ধরনের পেঁয়াজ তাৎক্ষণিক ভাবে রফতানি করা নিষিদ্ধ করা হল।''
চন্দ্রযান ২-র অর্বিটার চাঁদের মাটিতে পেল চার্জড কণার সন্ধান
শেখ হাসিনা বলেন, ‘‘কোনও বিজ্ঞপ্তি দিলে ভাল হত।'' মৃদু হেসে তিনি যোগ করেন, ‘‘এমন হঠাৎই এটা বন্ধ করে দেওয়া হল যে ব্যাপারটা খুব কঠিন হয়ে গেল। এর পরে যদি কখনও আপনারা এমন সিদ্ধান্ত নেন, আগে থেকে বিজ্ঞপ্তি দিলে খুব ভাল হয়।''
ভারত রফতানি বন্ধ করায় প্রবল সমস্যায় পড়েছে বাংলাদেশ। ঢাকায় ১০০ কেজি পেঁয়াজের দাম ১০,০০০ টাকা পেরিয়ে গিয়েছে। মায়ানমার, ইজিপ্ট, টার্কি ও চিনের সাহায্যে তারা জোগান বাড়িয়ে বাজারের মূল্য কমানোর চেষ্টা করছে।
তবে ইজিপ্ট থেকে বাংলাদেশে পেঁয়াজ পাঠাতে প্রায় মাসখানেক লাগে। চিন থেকে আনতে লাগে ২৫ দিন। সেখানে ভারত থেকে আনতে গেলে কয়েক দিন লাগে মাত্র।
মালয়েশিয়া থেকে পেঁয়াজ আনতেও অবশ্য কম সময় লাগে। প্রসঙ্গত মালয়েশিয়া ভারতের কাছ থেকে ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে পেঁয়াজ ক্রয়কারী দেশ।
(তথ্য সহায়তা: এএনআই)
দেখুন ভিডিও