This Article is From Aug 30, 2020

সুশান্ত মৃত্যু রহস্যের সমাধানে রিয়ার পলিগ্রাফি টেস্ট করাতে পারে সিবিআই

Sushant Singh Rajput death case: জানা গেছে, ২-৩ রাউন্ড জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই এখন রিয়ার পলিগ্রাফ টেস্টের করারই প্রস্তুতি নিচ্ছে

সুশান্ত মৃত্যু রহস্যের সমাধানে রিয়ার পলিগ্রাফি টেস্ট করাতে পারে সিবিআই

Sushant Singh Rajput এর মৃত্যু রহস্য ভেদ করার জন্য তদন্তে নেমেছে সিবিআই, জেরা করা হচ্ছে রিয়াকে (ফাইল চিত্র)

হাইলাইটস

  • এই মামলার তদন্ত করছে সিবিআই
  • শুক্রবার জিজ্ঞাসাবাদের পর শনিবারও রিয়াকে প্রশ্ন করবেন সিবিআই আধিকারিকরা
  • কয়েকদিনের মধ্যে রিয়ার পলিগ্রাফ পরীক্ষার কথাও ভাবছে সিবিআই
মুম্বই:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু রহস্যের তদন্তে (Sushant Singh Rajput Death Case) নেমে জোরদার তৎপরতা দেখাচ্ছে সিবিআই। শুক্রবারই এই মামলায় অভিযুক্ত সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত সংস্থার আধিকারিকরা। তবে এখন জানা যাচ্ছে, এবার রিয়া চক্রবর্তীর পলিগ্রাফ টেস্ট করতে পারে তদন্তকারী সংস্থাটি (CBI)। ২-৩ রাউন্ড জিজ্ঞাসাবাদের পরে শেষে সিবিআই এখন রিয়ার পলিগ্রাফ পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে। যদিও এর জন্য আদালতের অনুমতি নিতে হবে সিবিআইকে। এছাড়াও, অনুমতি নিতে হবে খোদ রিয়ার কাছ থেকেও। 

শুক্রবার সকাল ১০ টা নাগাদ রিয়া চক্রবর্তী সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নিজের বাড়ি থেকে ডিআরডিও অতিথি নিবাসে যেখানে সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন, সেখানের দিকে রওনা দেন। দিনভর তাঁকে নানা প্রশ্ন করেন সিবিআই কর্তারা। রাত ৯টা নাগাদ ডিআরডিওর ওই অতিথি নিবাস থেকে বেরিয়ে ফের বাড়ির দিকে রওনা হন রিয়া। জানা গেছে, আজ অর্থাৎ শনিবারও আরেক প্রকস্থ সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন রিয়া চক্রবর্তী।

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) তাঁর বান্দ্রার বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃত্যুর মাত্র ৬ দিন আগে গত একবছর ধরে সুশান্তের সঙ্গে লিভ টুগেদার করা রিয়া ওই বাড়ি ছেড়ে চলে যান। পরবর্তীতে ২৮ বছর বয়সী অভিনেত্রীর বিরুদ্ধে সুশান্ত সিং রাজপুতকে মানসিকভাবে হয়রানি করা, তাঁর টাকাপয়সা হাতিয়ে নেওয়া এবং তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো মারাত্মক অভিযোগ আনে মৃত অভিনেতার পরিবার। সুশান্তের লিভিং পার্টনারের বিরুদ্ধে বর্তমানে সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো বা এনসিবি একযোগে তদন্ত করছে।

শুক্রবার প্রধান যে ১০ টি প্রশ্ন সিবিআই রিয়াকে করে সেগুলোর সম্পর্কে একটা আভাস মেলে। সিবিআই আধিকারিকরা মূলত তাঁকে যা যা প্রশ্ন করেন সেগুলো হলো, ১) সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আপনাকে কে জানিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন? ২) মৃত্যুর খবর পেয়েই কি আপনি সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, তাহলে কোথায়, কখন, কীভাবে ওর মৃতদেহ দেখেছিলেন? ৩) ৮ জুন আপনি কেন সুশান্ত সিংয়ের বান্দ্রার আবাসন ছেড়েছিলেন? ৪) ৮ জন কি আপনাদের মধ্যে কোনও বিবাদ হয়েছিল? ৫) সুশান্তের বাড়ি ছাড়ার পর আপনাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল? বিশেষ করে নয় থেকে চোদ্দ জুনের মধ্যে? যদি হয়, তাহলে কী বিষয়ে যোগাযোগ হয়েছিল? ৬) সেই সময় কি সুশান্ত সিং রাজপুত আপনাকে ঘনঘন যোগাযোগের চেষ্টা করতেন? আপনি কি ওর ফোন কল আর মেসেজ অবজ্ঞা করতেন? যদি তাই করতেন, তাহলে কেন করতেন? কেন ওর নম্বর ব্লক করেছিলেন? ৭) সুশান্ত সিং রাজপুত কি পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? কী বিষয়ে যোগাযোগ করেছিলেন? ৮) সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার নথি। স্বাস্থ্য পরীক্ষার নথি। চিকিৎসক ও মনোবিদের বিবরণ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ৯) সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ১০) কেন আপনি সিবিআই তদন্ত চেয়েছেন? কোনও রহস্যের গন্ধ পেয়েছেন কি?

.