This Article is From Jul 12, 2019

বদলে যাবে দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের নাম? নাম বদল করতে বিল পাস বিধানসভায়

দার্জিলিং হিলস ইউনিভার্সিটির নাম পরিবর্তিত হয়ে নতুন নাম হতে চলেছে গ্রিনফিল্ড ইউনিভার্সিটি

বদলে যাবে দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের নাম? নাম বদল করতে বিল পাস বিধানসভায়

দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে বিধানসভায় বিল পাস

কলকাতা:

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) দার্জিলিং হিলস ইউনিভার্সিটি (Darjeeling Hills University) অর্থাৎ দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে একটি সংশোধনী বিল পাস (Bill pass) হল। ওই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গ্রিনফিল্ড ইউনিভার্সিটি (Greenfield University) অর্থাৎ গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় রাখার প্রস্তাব পাস হয়।গত বছরেই দার্জিলিংয়ের পাহাড়ের কোলে এই এই গ্রিনফিল্ড ইউনিভার্সিটি তৈরির জন্যে একটি বিল পাস হয়।যদিও পাহাড়ের স্থানীয় মানুষদের মতে ওই অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের নাম দার্জিলিং নামটির সঙ্গে মিলিয়ে দিলেই ভাল হত।তবে বুধবারই রাজ্য বিধানসভায় গ্রিনফিল্ড  ইউনিভার্সিটি (সংশোধনী) বিল ২০১৯ পাস হয়ে যায়।

অতীতের ভুলের জন্য তৃণমূল বিধায়কদের মানুষের কাছে ক্ষমা চাইতে বললেন মমতা

ফলে আনুষঙ্গিক অন্যান্য প্রক্রিয়া শেষে দার্জিলিং হিলস ইউনিভার্সিটি অর্থাৎ দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়কে ডাকা হবে গ্রিনফিল্ড  ইউনিভার্সিটি অর্থাৎ গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় নামে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.