This Article is From Aug 09, 2020

একদিনে সর্বোচ্চ ৬৪ হাজার সংক্রমিত। দেশে মোট সংক্রমণ ২১ লক্ষ পেরলো, দেখুন দশ তথ্য

এযাবৎকাল ২ কোটি ৪১ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা হয়েছে দেশে দশটি রাজ্যের সংক্রমণ আকাশছোঁয়া। তালিকায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ-সহ অন্য রাজ্য

একদিনে সর্বোচ্চ ৬৪ হাজার সংক্রমিত। দেশে মোট সংক্রমণ ২১ লক্ষ পেরলো, দেখুন দশ তথ্য

সংক্রমণের জেরে দেশে এখনও পর্যন্ত ৪৩ হাজার মৃত্যু।

নয়াদিল্লি: দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪,৩৯৯ জন। এই সংখ্যা ধরে মোট সংক্রমিত ২১ হাজার পেরলো। এখনও পর্যন্ত প্রায় ১৫ লক্ষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই খবর। গত ২৪ ঘণ্টায় মৃত ৮৬১ জন। এই সংখ্যা ধরে মোট মৃত ৪৩,৩৭৯ জন। দেশে মোট সংক্রমিত ২১,৫৩,০১১ আর সক্রিয় সংক্রমণ ৬,২৮,৭৪৭ জন। সুস্থতার হার বেড়ে ৬৮.৩২%।

দশ তথ্যে দেশের করোনা সংক্রমণ:

  1. গত পাঁচ দিনে ভারতের একদিনে সংক্রমণ সর্বাধিক। শনিবার ইউএসে একদিনে ৫৮ হাজারের বেশী সংক্রমণ। এই সংখ্যা ধরে সে দেশে সংক্রমণ ধরা পড়েছে পাঁচ মিলিয়নের ওপর। ব্রাজিলে একদিনে সংক্রমিত ৪৯,৯৭০। সে দেশে এখনও পর্যন্ত মৃত এক লক্ষ

  2.  দু'দিনের হিসেবে ভারতে সংক্রমণ প্রায় এক লক্ষ। পরপর তিনদিন ৬০ হাজারের ওপর দৈনিক সংক্রমণ। শনিবার ৬১ হাজার একদিনে সংক্রমিত

  3.  তিন সপ্তাহে দেশে দশ লক্ষ সংক্রমণ। ১৭ জুলাই সংক্রমিত ছিল ১০ লক্ষ। আর ৮ অগাস্ট পর্যন্ত সংক্রমণ ২০ লক্ষের ওপর। ৩০ জানুয়ারি দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে 

  4. সংক্রমণের বিচারে দেশে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। প্রায় দেড় লক্ষ সক্রিয় সংক্রমণ 

  5. গত ২৪ ঘণ্টায় সংক্রমণের বিচারে প্রথম পাঁচটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ

  6. মৃত্যুর নিরিখে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, আর পশ্চিমবঙ্গ 

  7.  প্রতি লক্ষে সংক্রমিতের বিচারে গত ২৪ ঘণ্টায় শতাংশ কমেছে। ১০.২৮% থেকে ৮.৯৫% হয়েছে। 

  8.  এযাবৎকাল ২ কোটি ৪১ লক্ষ মানুষের নমুনা পরীক্ষা হয়েছে

  9. দেশে দশটি রাজ্যের সংক্রমণ আকাশছোঁয়া। তালিকায় মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ-সহ অন্য রাজ্য

  10.  বিশ্বব্যাপী এক কোটি ৯৬ লক্ষ সংক্রমিত। মৃত ৭ লক্ষ ২৬ হাজার



Post a comment
.