This Article is From Jan 17, 2019

কুকুরছানাদের পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার দুই পড়ুয়ার জামিন

এনআরএস হাসপাতালের ১৬টি  কুকুরছানাকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার হওয়া দুই ছাত্রীকে জামিন দিল আদালত।

কুকুরছানাদের পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার দুই পড়ুয়ার জামিন

 গত রবিবার মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হয়েছিল ছুটির শহর ককাতা।

হাইলাইটস

  • পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার হওয়া দুই ছাত্রীকে জামিন দিল আদালত
  • রবিবার বিকেলে এই দেহগুলি উদ্ধার হওয়ার পর থেকেই ক্ষোভে ফুটছে শহর
  • ছাত্রীদের জামিনের বিরধিতা করা হয়েছে বিভিন্ন মহল থেকে
কলকাতা:

এনআরএস হাসপাতালের ১৬টি  কুকুরছানাকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার হওয়া দুই ছাত্রীকে জামিন দিল আদালত। কুকুরছানার দেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে আসে একটি  চাঞ্চল্যকর ভিডিয়ো! তাতে দেখা যাচ্ছে  দুই মহিলা হাতে মোটা লাঠি দিয়ে একটি কুকুর ছানাকে মারছে। সেই ভিডিয়ো এবং সিসিটিভি ফুটেজ দেখে  এই দুজনকে গ্রেফতার করে এন্টালি থানা। এবার তাঁদের জামিন হল।

মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে গেল চিতাবাঘ

গত রবিবার মধ্যযুগীয়  বর্বরতার সাক্ষী হয়েছিল ছুটির শহর ককাতা। হাসপাতালের মধ্যেই পড়েছিল প্যাকেট গুলি। প্রথমে মনে  করা হয়েছিল বিষ খাইয়ে খুন করা হয়েছে কুকুরছানাগুলিকে। পরে প্রকাশ্যে  আসে ওই ভিডিয়ো।
 সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার প্রতিবাদ চলতে থাকে। বিষয়টি ভাবিয়ে  তুলেছে  প্রশাসনের কর্তাদেরও। পাশাপাশি ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি কে তুলল তা  জানার কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে  মনে  করা হচ্ছে কোনও  উঁচু জায়গা থেকে গোটা ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়োটি কার তোলা জানতে পারলে তদন্তে সুবিধা হবে প্রশাসনের। এই দুই ছাত্রীর জামিনেরও বিরোধিতা করেছে বিভিন্ন মহল।      

 

.