This Article is From Mar 08, 2020

Women's Day 2020: নারীর হয়ে জোরালো সওয়াল ২০ নারীর

দিন কেটে মাস ঘুরলেই যেই কে সেই অবস্থা। তবু এভাবেই একটি দিন অন্তত মনে করার, নারীরাও সব পারে...চাইলেই।

Women's Day 2020: নারীর হয়ে জোরালো সওয়াল ২০ নারীর

Women's Day 2020: মহীয়সীদের মন্তব্য

বছর আসে দিন যায়, নারীর ভাগ্য কতটা বদলায়? প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবসের আগে (International Women's Day 2020) এই প্রশ্ন চায়ের কাপে তুফান তোলে। দিন কেটে মাস ঘুরলেই যেই কে সেই অবস্থা। তবু এভাবেই একটি দিন অন্তত মনে করার, নারীরাও সব পারে...চাইলেই। আপনিও কি একথা জানাতে চান আপনার কাছের, দূরের, বিশ্বের সমস্ত নারীকে? তাহলে ছড়িয়ে দিন বিশ্বের ২০ মহীয়সীর বার্তা। সোশ্যালে শেয়ার করে বলুন, এই প্রজন্মেই ঘরে-বাইরে নারী-পুরুষ সমান সমান হবে।  

নারীর হয়ে জোরালো সওয়াল ২০ নারীর:

"এখনও অর্ধেক নারী পরাধীন! আমরা কী করে সফল হব" - মালালা ইউসুফজাই

"পুরুষহীন নারী সাইকেল ছাড়া মাছের মতো" - ইরিনা ডান

"নারী অবলা, কখনও বলবেন না কাউকে" - মেরি কম

Womens Day 2020: শুভেচ্ছা বার্তা, ছবিতে জয়গান নারীত্বের

tngg3ucg

"আমি নিজেই নিজের শক্তি" - মায়া অ্যাঞ্জেলু

"স্বপ্ন থেকেই সাফল্য আসে" - কল্পনা চাওলা

"আমি লিখি আমার জীবনের সংজ্ঞা, যা চিনিয়ে দেয় আমাকে" - জাদি স্মিথ

"কখনও কারোর দ্বারা চালিত হয়ে নিজের জীবন নষ্ট করবেন না" - মেরি কুরি

"আমি যখন বিশেষ পুরুষকে সময় দিতে পারি না তখন আমি আমাকে নিয়েই সন্তুষ্ট" - সেরেনা উইলিয়ামস

"জীবনে সমস্যা যেমন আছে সমাধানও আছে" - হেলেন কিলার

"পরিবর্তন আনতে সাহস চাই" - আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ

"আমি কী করতে চাই জানতাম না, তবে সবসময়েই নারীত্বের গর্ব অনুভব করেছি" - ডায়ান ভন ফার্স্টেনবার্গ

"আমার জয় আমার সাফল্য, জিতলে কেউ আমার স্কার্ট ছয় ইঞ্চি লম্বা বা ছয় ফুট, এই নিয়ে মাথা ঘামাবে না" - সানিয়া মির্জা

"আমিই প্রথম মাল্টি-টাস্কার নই। আমিই প্রথম কর্মরত সন্তানের জননী নই। এমন কাজ প্রায় সব নারীই করে" - জ্যাকিন্ডা আর্ডারন

Women's Day 2020: কেন পালিত হয় নারী দিবস, জানেন?

56pljri

"মেয়েরা কখনও সপ্রতিভ হতে ভয় পায় না" - এমা ওয়াটসন

"অতীত আমাদের নিয়েই তৈরি। আমরা কেবল ইতিহাসের অংশ হতে পারিনি" - গ্লোরিয়া স্টেইনেম

"নিজেদের চোখে নিজেদের উন্নত হতে হবে। প্রতিনিধিত্ব করতে হবে আমাদেরই"- বেয়েন্স

"যতক্ষণ সমস্ত নারী পরাধীন ততক্ষণ আমিও স্বাধীন নই" - অড্রে লর্ড

"আগে নিজের জন্য ভাবতে শিখুন। পুরুষ যেভাবে নিজের কথা বলে সেভাবেই বলুন। রাজনীতিতে কিছু বলতে বা করতে গেলে নারীর পরামর্শ নিন" - মার্গারেট থ্যাচার

"অন্য ব্যক্তির সীমিত কল্পনায় কখনও নিজেকে সীমাবদ্ধ রাখবেন না" - মায়ে জেমিসন

Click for more trending news


.