This Article is From Mar 07, 2020

Womens Day 2020: শুভেচ্ছা বার্তা, ছবিতে জয়গান নারীত্বের

বছর আসে দিন যায়, নারীর ভাগ্য কতটা বদলায়? প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবসের আগে (International Women's Day 2020) এই প্রশ্ন চায়ের কাপে তুফান তোলে।

Womens Day 2020: শুভেচ্ছা বার্তা, ছবিতে জয়গান নারীত্বের

Women's Day: জয় হোক নারীত্বের

নয়া দিল্লি:

বছর আসে দিন যায়, নারীর ভাগ্য কতটা বদলায়? প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবসের আগে (International Women's Day 2020) এই প্রশ্ন চায়ের কাপে তুফান তোলে। দিন কেটে মাস ঘুরলেই যেই কে সেই অবস্থা। তবু এভাবেই একটি দিন অন্তত মনে করার, নারীরাও সব পারে...চাইলেই। আপনিও কি একথা জানাতে চান আপনার কাছের, দূরের, বিশ্বের সমস্ত নারীকে? তাহলে হাতিয়ার করুন এই শুভেচ্ছা বার্তা, ছবি। সোশ্যালে শেয়ার করে বলুন, এই প্রজন্মেই ঘরে-বাইরে নারী-পুরুষ সমান সমান হবে।  

Women's Day 2020: উপহার দিন মনের মতো, বলুন নারী The Boss

আপনি যখন একজন মানুষকে শিক্ষিত করেন, তখন একজন মানুষই শিক্ষিত হন,
কিন্তু আপনি যখন কোনও মহিলাকে শিক্ষিত করেন, তখন একটি প্রজন্ম শিক্ষিত হয়
হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেনস ডে

05j0qne

'নারী দিবস' কেবল একটা দিন নারীদের জন্য নয়,
প্রতিদিন, প্রতি মুহূর্ত উদযাপিত হবে শুভারম্ভ হবে একটি নতুন যুগের

হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন'স ডে

l13vhaq

তাঁর আঁচল অনেক বড়…
বুক ভরা প্রেম তাঁর সবার জন্য
তিনি জায়া, তনি সর্বজয়া
তাঁর সৃষ্টি বিশ্বের সেরা দৃষ্টান্ত
হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন'স ডে

2v61rka8

কখনও মা, কখনও বোন, কখনও জয়া, কখনও জায়া 
জীবনের প্রতিটি সুখ-দুঃখে তাঁর ছায়া 
তিনিই শক্তি, তিনিই অনুপ্রেরণা!
নারীকে তাই কুর্নিশ যাঁরা সবার জীবন সমৃদ্ধ করেন 

হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন'স ডে

4u3mleb

দুঃখ ভুলে হাসেন যিনি
সম্পর্কের বাঁধনে সবাইকে বাঁধেন যিনি 
জীবনকে আলোকিত করেন যিনি
তিনিই তো শক্তির আধার তিনিই নারী 

হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন'স ডে

4quppv4

নারী এতই অমূল্য যে কখনোই হশা

অবসাদ য়েন গ্রাস না করে তাঁকে

হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন'স ডে

quu978p8

Click for more trending news


.