This Article is From Oct 30, 2019

অ্যামাজনে মোবাইল অর্ডার করে পাথর পেলেন রাজ্যের এই বিজেপি সাংসদের ছেলে!

খগেন মুর্মুর ছেলে অনলাইনে Amazon থেকে মোবাইল অর্ডার করেছিলেন। যখন তাঁরা ডেলিভারি পান বাক্স খোলার পর দেখেন মোবাইল নেই, বাক্সে ভরা রয়েছে কিছু পাথর।

অ্যামাজনে মোবাইল অর্ডার করে পাথর পেলেন রাজ্যের এই বিজেপি সাংসদের ছেলে!

Amazon-এ Samsung ফোন অর্ডার করে প্রথমে মেলে MI-এর বাক্স

অর্ডার করেছিলেন Samsung ফোন, পেলেন Redmi 5A! ব্যাপারটা কেমন হত? মনের মতো জিনিস না পেয়ে বিরক্তি বাড়ত নিশ্চয়ই? আর যদি দেখেন সেই রেডমি বাক্সে ফোন বেপাত্তা বরং রয়েছে কিছু পাথরের টুকরো তবে? মালদা উত্তরের (Malda North) ভারতীয় জনতা পার্টির সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu) এরকমই অভিজ্ঞতা হয়েছে। খগেন মুর্মুর ছেলে অনলাইনে Amazon থেকে মোবাইল অর্ডার করেছিলেন। যখন তাঁরা ডেলিভারি পান বাক্স খোলার পর দেখেন মোবাইল নেই, বাক্সে ভরা রয়েছে কিছু পাথর। ঘটনা নতুন কিছু না, সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকবারই এই সমস্যা সামনে সেছে। তবে অ্যামাজনের কাছে কেই বা সাংসদ কেই বা আম জনতা সেই বিভেদ নেই।

আরও পড়ুনঃ Viral Video: দেখুন পিছনে দুইজন সওয়ারি বসিয়ে কেমন বাইক চালাচ্ছে কুকুর!

বিজেপির সাংসদ খগেন মর্মু বলেন, “আমার ছেলে অনলাইনে অ্যামাজন থেকে স্যামসং মোবাইল ফোন অর্ডার করেছিল। যখন ডেলিভারি পেয়ে আমরা প্যাকেট খুললাম তখন দেখি ভেতরে রেডমি 5 এ মডেলের বাক্স রাখা। বাক্স খুলে দেখি ওর মধ্যে পাথর রাখা!”

আরও পড়ুনঃ Viral Video: দীপাবলিতে সিগারেট দিয়ে রকেট জ্বালাতে গিয়ে কী হল এই ব্যক্তির? দেখুন ভিডিও

সংবাদ সংস্থা এএনআই তিনটি ছবি পোস্ট করেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে রেডমি 5 এ মোবাইল ফোনের বাক্স। অন্য ছবিতে দেখা যাচ্ছে খোলা ওই বাক্সের মধ্যে রয়েছে পাথর। সূত্রের খবর, কীভাবে স্যামসাং-এর বদলে রেডমি ফোনের বাক্স ডেলিভারি করা হল,  কীভাবেই বা ক্রেতাকে পাথর ডেলিভারি দেওয়া হল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

.