This Article is From Jul 02, 2019

এবার নিজেদের পরীক্ষার খাতা দেখতে পারবে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

প্রয়োজনে উত্তরপত্রের ফটোকপির জন্যেও আবেদন করতে পারবে তাঁরা

এবার নিজেদের পরীক্ষার খাতা দেখতে পারবে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৬ মাস পর্যন্ত নিজেদের উত্তরপত্র খতিয়ে দেখার সুযোগ

কলকাতা:

রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (ডাব্লুবিসিএসইএস) (West Bengal Council of Higher Secondary Education)  একটি নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে যার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বসা ছাত্রছাত্রীরা তাঁদের উত্তর পত্রগুলি নিজেই খতিয়ে দেখার(self-inspect their answer scripts) সুযোগ পাবে। তবে এর জন্যে কাউন্সিলের প্রধান কার্যালয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে তাঁদের। সরকারী বিবৃতি অনুসারে, অনলাইন ইন্টারফেসটি চলতি বছরের ৫ জুলাই থেকে কাউন্সিলের "স্বয়ং পরিদর্শন (পিএসআই)" পদ্ধতির ওয়েবসাইটটিতে পাওয়া যাবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা (students) নির্ধারিত পদ্ধতিতে পূরণ করে তাদের স্ক্রিপ্টগুলির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও নিজেদের জমা দেওয়া আবেদনটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থী নিজেই। স্ক্রিপগুলি জোগাড় হয়ে গেলে তা পরিদর্শনের জন্যে ছাত্রছাত্রীদের একটি নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে।

বাংলার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা সম্পত্তি বিষয়ে কোর্স চালুর ইঙ্গিত সরকারের

কাউন্সিল জানিয়েছে নির্দিষ্ট বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary)ফলাফল প্রকাশের তারিখ থেকে ৬ মাস পর্যন্ত নিজেদের উত্তরপত্র খতিয়ে দেখার সুযোগ খোলা রাখা হবে। নিজেদের উত্তরপত্র খতিয়ে দেখার পরে, প্রার্থীরা যদি প্রয়োজন হয়, তাহলে তাদের উত্তর পত্রগুলির ফটোকপি পাওয়ার জন্য পরীক্ষা বিভাগে কাছে আবেদনও করতে পারবে।

.