This Article is From Jul 29, 2019

“উত্তরপ্রদেশ নিয়ে কী ভাবছেন”: উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার তদন্তের দাবি মমতার

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee ) বলেন, সবকিছুতেই সিবিআই এবং ইডির তদন্ত চায় বিজেপি, তাহলে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে কেন নয়।

“উত্তরপ্রদেশ নিয়ে কী ভাবছেন”: উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার তদন্তের দাবি মমতার

উন্নাও এর নির্যাতিতার দুর্ঘটনার বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একটি কমিটি গঠনের আর্জি জানান মুখ্যমন্ত্রী।

কলকাতা:

উন্নাও-এর ঘটনা (Unnao Rape Victim) নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। উনাও এর নির্যাতিতার (Unnao Rape Victim) পর্যাপ্ত নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলে অভিযোগ তুলেছেন তিনি। উন্নাও এর নির্যাতিতার দুর্ঘটনার বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একটি কমিটি গঠনের আর্জি জানান মুখ্যমন্ত্রী। রবিবার একটি গাড়িতে যাচ্ছিলেন উন্নাও এর নির্যাতিতা, দুই আত্মীয়া ও তাঁর আইনজীবী। সেই সময় রায়বেরিলির কাছে গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি ট্রাক। দুর্ঘটনায় তাঁর দুই আত্মীয়ার মৃত্যু হয় এবং গুরুতর জখম হন নির্যাতিতা (Unnao Rape Victim) ও তাঁর আইনজীবী। এমনটাই জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পিছনে হাত অভিযুক্ত বিজেপি নেতার; দাবি উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতার মায়ের

কলকাতায় দলের একটি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি জানিনা দেশে কী হচ্ছে”। তিনি আরও বলেন, সবকিছুতেই সিবিআই এবং ইডির তদন্ত চায় বিজেপি, তাহলে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে কেন নয়।

লোকসভা নির্বাচনের আবহে রাজ্য সরকারকে অ্যাডভাইজারি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তা নিয়ে তোপ দেগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee ) বলেন, “প্রত্যেকদিন রাজ্যের সম্মানহানি করছে বিজেপি, কিন্তু উত্তরপ্রদেশের ঘটনায় নীরব”। তাঁর কথায়, “প্রত্যেকদিন  রাজ্যের সম্মানহানি করে বিজেপি, কিন্তু ওখানে কী হচ্ছে, তারা কী সেটা জানে”?  মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেউ গুরুত্ব দিচ্ছে না। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, গণপিটপিটুনি, দুর্ঘটনা বা দুর্ঘটনার আকারে খুনের  মতো ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না”।

জনসংযোগে “দিদিকে বলো”, হেল্পলাইন চালু করল তৃণমূল কংগ্রেস

বিরোধী দলের নেতারা সিবিআই এবং ইডির চিঠি পাচ্ছে বলে অভিযোগ করে মমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) বলেন, “পুরোপুরি ফ্যাসিস্ট সরকার চলছে। উত্তরপ্রদেশে ওরা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে। এখানে গোরক্ষার নামে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে ওরা লোক পাঠাচ্ছে। একটা দেশ এভাবে চলতে পারে না”।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি। তিনি প্রধানমন্ত্রী। দেশের যত্ন নিন। আপনি যখন নির্বাচিত হয়েছেন, মানুষের জন্য কাজ করুন, এটাই আমার আবেদন”।

উন্নাওয়ের ঘটনা (Unnao Rape Victim) নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী (Mamata Banerjee ) বলেন, “আমি কাগজে এটা দেখেছি। খুবই দুর্ভাগ্যজনক। ধর্ষিতা এবং তাঁর আত্মীয়রা ছিলেন...তাঁদের হত্যা করা হয়েছে ...ধর্ষিতার অবস্থা খুবই আশঙ্কাজনক। সব ঘটনাতেই ইডি, সিবিআইকে চায় বিজেপির লোকেরা। এক্ষেত্রে কেন নয়? সিবিআই প্রধানমন্ত্রীর দফতরের অধীনে। তারা সবসময় সব দলকে চিঠি পাঠাচ্ছে। রাজ্য সরকার, বা কেন্দ্রীয় সরকার, কেউই গণপিটুনি, দুর্ঘটনা বা দুর্ঘটনার ছলে খুনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না”।

ঘটনা (Unnao Rape Victim) নিয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee )।

.