This Article is From Jul 03, 2019

উপাচার্যদের অবসরের বয়স বাড়াতে বিল পাশ বিধানসভায়

উপাচার্যদের অবসরের বয়স বাড়াতে বিল পাশ বিধানসভায়
কলকাতা:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৭০ বছর করার জন্য বিল পাশ বিধানসভায়। বিশ্ববিদ্যালগুলিতে উপাচার্যরা যাতে দীর্ঘদিন কাজ করতে পারেন, তার জন্য পাশ করানো হল পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন(সংশোধনী) বিল। জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, উপাচার্যদের অবসরের বয়সসীমা বাড়াবে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, অনেক উপাচার্যই ৬৫ বছর বয়সের পরেও সক্রিয় থাকেন, এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখেন।

তিনি বলেন, যেহেতু বিধানসভার অধিবেশন ছিলনা, সেই কারণে, পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) অর্ডিন্যান্স ২০১৯, আনে রাজ্য সরকার। উপচার্যদের অবসরের সময় ২০১৯-এর ৩১ মার্চ। ২০১১-২০১২, রাজ্যের সমস্ত জেলায় বিশ্ববিদ্যালয় তৈরির চেষ্টায় মোট ১৮টি বিল এনেছে রাজ্য সরকার। এখন রাজ্যে মোট রাজ্যের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩০।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.