This Article is From Nov 01, 2019

WB HS Exam 2020: প্রশ্ন-উত্তরের বুকলেট নিয়ে বিভ্রান্তি! ফের বদলাল উচ্চমাধ্যমিকের নিয়ম

Higher Secondary Examinations 2020: ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক বিভাগে প্রশ্ন-উত্তর পুস্তিকা বা Question-cum-Answer booklet নয়, আলাদা প্রশ্নপত্র ও উত্তরপত্র থাকবে

WB HS Exam 2020: প্রশ্ন-উত্তরের বুকলেট নিয়ে বিভ্রান্তি! ফের বদলাল উচ্চমাধ্যমিকের নিয়ম

WB HS exam 2020: পরীক্ষার্থীদের পৃথক পৃথক উত্তরপত্রেই দিতে হবে পরীক্ষা

কলকাতা:

ঠিক হয়েছিল ২০২০ সাল থেকে উচ্চমাধ্যমিক (Higher Secondary Examinations 2020) পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যেই লিখতে হবে সমস্ত উত্তর! কিন্তু এই সিদ্ধান্তকে বাতিল করে পূর্ববর্তী নিয়মই ফিরিয়ে আনছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। পরীক্ষার্থীদের পৃথক পৃথক উত্তরপত্রেই দিতে হবে পরীক্ষা। বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞাপ্তিতে সংসদের সভাপতি মহুয়া দাস (Council president Mohua Das) বলেছেন, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক বিভাগে প্রশ্ন-উত্তর পুস্তিকা বা Question-cum-Answer booklet নয়, আলাদা প্রশ্নপত্র ও উত্তরপত্র থাকবে। মহুয়া দাস বলেন, খ বিভাগ অর্থাৎ মাল্টিপল চয়েস ও অবজেক্টিভ প্রশ্নাবলীতে পৃথক প্রশ্নপত্র রইবে যার মধ্যেই উত্তর দিতে হবে, যেমনটি আগে হত। এই প্রশ্ন-উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বিভাগের নির্দেশের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এবার নিজেদের পরীক্ষার খাতা দেখতে পারবে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জুলাইয়ে জানিয়েছিল যে, ২০২০ সাল থেকে একটি নতুন প্রশ্ন-উত্তর পুস্তিকার (কিউসিএবি) ব্যবস্থা থাকবে, যাতে সমস্ত প্রশ্নের উত্তর নিচে প্রদত্ত জায়গাতেই লিখতে হবে।

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (State Education minister Partha Chatterjee) বলেন, “QCAB পদ্ধতি চালু করার সিদ্ধান্তে পৌঁছানোর আগে কাউন্সিলের সভাপতি মন্ত্রকের সম্মতি নেননি, যা বিভ্রান্তি সৃষ্টি করেছিল। পুরনো নিয়ম অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে।"

আরও পড়ুনঃ প্রকাশিত মাধ্যমিক ২০২০-র নির্ঘন্ট

সংসদের নতুন বিজ্ঞপ্তিটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সম্বোধন করা হয়েছিল। জুলাইয়ের পর থেকে সংসদের ওয়েবসাইটে প্রকাশিত আগের বিজ্ঞপ্তিটি তত্ক্ষণাত বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন মহুয়া দাস।

এই বছর অবধি, প্রবন্ধধর্মী প্রশ্নের উত্তরগুলি পৃথক উত্তরপত্রে লিখতে হয়েছিল এবং মাল্টিপল চয়েস এবং অবজেক্টিভ প্রশ্নের উত্তরগুলি প্রশ্নপত্রেই লিখতে হয়েছিল এবং মূল উত্তরপত্রের সঙ্গে আটকে দিতে হয়েছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.