
ধরা পড়ার পর ছেলেটির মুখ দেখার মতো হয়েছিল।
চলছিল ফুটবল ম্যাচ। ভিড় গ্যালারিতেই প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখেছিলেন প্রেমিক। হঠাৎই খেয়াল হল, ক্যামেরার নজরে পড়ে গিয়েছেন তাঁরা। লাজুক মুখে প্রেমিক মহাশয় এরপর প্রেমিকার থেকে মুখ ঘুরিয়ে এমনভাবে বসলেন, যেন কিছুই হয়নি। এই মুহূর্তের ভিডিও ভাইরাল (viral Video) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বার্সেলোনা ও ডেলফিনের ম্যাচেই এমন মজার মুহূর্ত তৈরি হয়েছিল। প্রেমিকাকে চুমু খেতে গিয়ে ধরা পড়ে যাওয়া প্রেমিকের এমন বিচিত্র মুখভঙ্গি দেখে মজা পেয়েছেন অনেকেই।
জনৈক রজার গঞ্জালেস ভিডিওটি টুইটারে শেয়ার করে লেখেন, ‘‘যখন আপনি পাশে বসা মেয়েটিকে চুমু খাওয়ার পর অনুভব করেন আপনার বিয়েটা ‘শেষ' হয়ে গেছে। কেননা ক্যামেরায় এটা রেকর্ড হয়ে গিয়েছে।''
দেখুন Video:
Viral: বাথটবে ৮ ফুট লম্বা সাপের সঙ্গে স্নান? দেখুন কী করলেন এক মহিলা!
When you kiss your side chick and realize your marriage is over cuz you're on camera
— Roger Gonzalez (@RGonzalezCBS) January 19, 2020
pic.twitter.com/JaETF4sYhD
টুইটারে ভিডিওটি এখনও পর্যন্ত ভিউ হয়েছে আড়াই কোটি! লাইক পড়েছে ৩ লক্ষেরও বেশি। ৮০ হাজার রিটুইট হয়েছে। ভিডিওটি দেখে যেমন মজা পেয়েছেন নেটিজেনরা, তেমনই রজারের দেওয়া ক্যাপশনও তাঁদের বেজায় পছন্দ হয়েছে। দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া।
TikTok Viral: সমুদ্রের পেট থেকে বেরিয়ে আসা অতিকায় সাপের ভিডিও চমকে দিচ্ছে সকলকে
Kinda feels like this caption nailed it. #oops#ouchhttps://t.co/Jjkdp78aT9
— Nickelback (@Nickelback) January 19, 2020
How it happened! pic.twitter.com/5Z0remtmUV
— Brown (@edet_udosen) January 19, 2020
Click for more trending newsShout out to the producers that left the camera on him for the "Oh shit" moment
— PDXCane (@PortlandCane) January 19, 2020