This Article is From Oct 05, 2018

টয়লেট পেপার নিয়ে প্লেনে চেপে কোথায় চললেন ডোনাল্ড ট্রাম্প?

এক টুকরো টয়লেট পেপার বাঁ জুতোয় আটকে থাকা অবস্থাতেই বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। মিনেপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

টয়লেট পেপার নিয়ে প্লেনে চেপে কোথায় চললেন ডোনাল্ড ট্রাম্প?

মিনেপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হচ্ছিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টয়লেট পেপার নিয়ে কোথায় চললেন? এক টুকরো টয়লেট পেপার বাঁ জুতোয় আটকে থাকা অবস্থাতেই বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। মিনেপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যদিও কাগজটি আসলে টয়লেট পেপারই কিনা তা স্পষ্ট নয়, তবে ইন্টারনেট যে বিষয়টিকে টয়লেট পেপার হিসেবেই দেখতে ইচ্ছুক তা বেশ স্পষ্ট।

ক্যামেরায় ধরা পড়েছে মজার এই মুহূর্তটি। প্লেনের সিঁড়ি দিয়ে তিনি উঠছেন, আর তাঁর পিছনে ঝুলছে টয়লেট পেপার। যেই তিনি সবাইকে হাত নেড়ে বিদায় জানাতে ঘুরলেন কাগজটি খসে পড়ে গেল।

 

ভিডিওটির এক সংস্করণ টুইটারে শেয়ার হওয়া মাত্রই 2.6 মিলিয়ন মতামত সংগ্রহ করেছে। নীচে দেখুন:

 প্রত্যাশিত হিসাব অনুযায়ীই, মজার এই ভিডিওতে হাজারো মানুষ কমেন্ট করেছেন:

 

অনেকেই ভাবছেন, কেন পায়ে টয়লেট পেপার লেগে আছে দেখেও কেন কেউ জানালো না প্রেসিডেন্টকে।

 

বিমানে ওঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমনই নানা খারাপ অভিজ্ঞতা আছে। গত ফেব্রুয়ারিতেই প্লেনে ওঠা মাত্রই হাওয়ায় তাঁর চুল ওড়ার একটি দৃশ্যও ভাইরাল হয়ে পড়ে।

Click for more trending news


.