This Article is From Apr 17, 2020

নাকডাকা না সিংহ গর্জন! বুঝতে বুঝতেই ভাইরাল ভিডিও

লোকেরাও অবাক, কীভাবে এক সিংহ এত ভয়ঙ্কর নাক ডাকতে পারে! 

নাকডাকা না সিংহ গর্জন! বুঝতে বুঝতেই ভাইরাল ভিডিও

সিংহের নাকডাকা ভাইরাল

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আপনি অবশ্যই সিংহ শিকারের অনেক ভিডিও দেখেছেন। এবার সিংহের (সিংহ) এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে সিংহকে অঘোর ঘুমে নাক ডাকতে দেখা গেছে। লোকেরাও অবাক, কীভাবে এক সিংহ এত ভয়ঙ্কর নাক ডাকতে পারে! এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বন পরিষেবা আধিকারিক সুশান্ত নন্দা (Sushanta Nanda)।

লকডাউনে একদল বাঁদরকে খাওয়াচ্ছে প্রশাসন, দেখুন ভাইরাল ভিডিও

ভিডিওতে দেখা যাবে, ঘুমন্ত সিংহটি বনের সুখে বনে ঘুমোচ্ছে। ভিডিওটি পোস্ট করে সুশান্ত নন্দ লিখেছেন, "রাজকীয় নাসিকা গর্জন এমনই ভয়ঙ্কর হয়!" সিংহ নাকি টানা ১৮ থেকে ২০ ঘন্টা ঘুমাতে পারে। জুলাই মাসে পশুরাজের ঘুম কমে। সিংহী বাচ্চাদের দেখভাল করে বলে তার ঘুম মাত্র ১২ ঘন্টা। 

দেখুন ভিডিও:

ভিডিওটি ১৭ এপ্রিল সকালে পোস্ট হতেই ২হাজারেরও বেশি বার দেখা হয়েছে। এছাড়াও, ৩০০-রও বেশি লাইক আর ১০০ বারের বেশি রি-টুইট করা হয়েছে। মানুষ টুইটারে প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন ...।

Click for more trending news


.