This Article is From Mar 12, 2020

তৃণমূল বিধায়ক হত্যা মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

এখনও পর্যন্ত এই মামলায় চারজন গ্রেফতার হয়েছে। কলকাতা হাইকোর্ট মুকুল রায়কে গ্রেফতারি থেকে সুরক্ষা দিয়েছে। 

তৃণমূল বিধায়ক হত্যা মামলায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি-র

এদিন সকাল ১০.৩০টা নাগাদ ভবানী ভবনে সংস্থার সদর দফতরে যান মুকুল রায়। (ফাইল)

হাইলাইটস

  • মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ সিআইডির
  • এদিন সকালে ভবানী ভবনে সংস্থার সদর দফতরে যান তিনি
  • এক তৃণমূল বিধায়কের হত্যা মামলায় তাঁকে ডেকে পাঠিয়েছিল সিআইডি

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস হত্যা মামলায় (TMC MLA Murder Case) বিজেপি নেতা মুকুল রায়কে (Mukul Roy) জিজ্ঞাসাবাদ করল সিআইডি (CID)। এদিন সকাল ১০.৩০টা নাগাদ ভবানী ভবনে সংস্থার সদর দফতরে যান তিনি। সিআইডির তরফ থেকে একথা জানানো হয়েছে। সিআইডির হোমিসাইড শাখার এক আধিকারিক জিজ্ঞাসাবাদ করেন মুকুলকে। মৃত সত্যজিতের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন ছিল তা জানতে চাওয়া হয় মুকুল রায়ের কাছে। এর আগেও সমন পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু তিনি দিল্লিতে জরুরি বৈঠকের কথা জানিয়ে আসতে পারবেন না বলে জানিয়ে দেন।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর দিন খুন হন সত্যজিৎ বিশ্বাস। আততায়ীর ছোঁড়া গুলিতে নিহত হন তিনি। তাঁর মৃত্যুর পর দায়ের হওয়া এফআইআরে মুকুল রায় ছাড়াও নাম রয়েছে নদিয়ার জেলা বিজেপি সভাপতি জগন্নাথ সরকার সহ আরও কয়েকজন বিজেপি নেতার নাম।

সিআইডির কাছে তদন্তভার যাওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার তারা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করল।

এখনও পর্যন্ত এই মামলায় চারজন গ্রেফতার হয়েছে। কলকাতা হাইকোর্ট মুকুল রায়কে গ্রেফতারি থেকে সুরক্ষা দিয়েছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.