This Article is From Oct 22, 2019

সওয়ারি দেখলেই মরা! নেটে ভাইরাল নাটুকে ঘোড়া

এই ঘোড়াকে দেখুন! এক আধ দিন নয়, কোনোদিনই তার কাজে মন বসে না! সওয়ারি দেখলেই গায়ে জ্বর আসে যেন।

সওয়ারি দেখলেই মরা! নেটে ভাইরাল নাটুকে ঘোড়া

সওয়ারি দেখলেই মরা!

মাঝামধ্যে কাজে ফাঁকি দিতে সবারই ইচ্ছে করে। কেউ তখন অসুখের বাহানা দেখান। কেউ অন্য কিছু বলে ছুটি নেওয়ার তালে থাকেন। এই ঘোড়াকে দেখুন! এক আধ দিন নয়, কোনোদিনই তার কাজে মন বসে না! সওয়ারি দেখলেই গায়ে জ্বর আসে যেন। তাই কেউ ওর পিঠে উঠতে গেলেই মরার মতো পড়ে থাকে। এক্কেবারে নট নড়নচড়ন। জিংগং (Jingang) ঘোড়ার এই কাণ্ড সোশ্যালে ছড়াতেই হেসে গড়াগড়ি খাচ্ছে নেটিজেনরা।

সোনা না লোহা? রক্তাল্পতা কমাতে এবারের ধনতেরাসে সবাই Iron Lady!

ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন ফ্রাসিসকো জালাসার। ঘোড়ার ড্রামা দেখে সবাই বলছে, অস্কার পাওয়ার মতো অভিনয় করেছে জিংগং। 

ভিডিওটি ইতিমধ্যেই ২৩ মিলিয়ান বার দেখেছেন সবাই। কমেন্ট, লাইকের বন্যায় ভাসছে জিংগং।

কেউ বলছে, জিংগং একদম আমার মতো। মা আমায় যখন বাসন ধুতে ঢাকেন আমি এভাবেই ঘুমের ভান করে পড়ে থাকি। কেউ বলেছেন, এত ভালো অভিনয় আগে দেখিনি।

TikTok Top 5: বিরাট তলোয়ার খেললেন! 'লেডি শাহরুখ'কে চেনেন?

প্রসঙ্গত, এক মাসে আগে একটি কুকুর নখ না কাটার আছিলায় বারবারে অজ্ঞান হয়ে সোশ্যাল সরগরম করেছিল।

Click for more trending news


.