This Article is From Oct 22, 2019

TikTok Top 5: বিরাট তলোয়ার খেললেন! 'লেডি শাহরুখ'কে চেনেন?

বিরাট কোহলি (Virat Kohli), উমেশ যাদব (Umesh Yadav), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তো আছেনই। আর রয়েছেন লেডি শাহরুখ খান, টিকটক স্পেশ্যাল অক্ষয় কুমার।

TikTok Top 5: বিরাট তলোয়ার খেললেন! 'লেডি শাহরুখ'কে চেনেন?

উমেশ যাদবের পরপর ৫ ছক্কা দেখে হয়রান বিরাট!

আজকের টিকটক (TikTok Trending Videos) সেলেবময়। বিরাট কোহলি (Virat Kohli), উমেশ যাদব (Umesh Yadav), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তো আছেনই। আর রয়েছেন লেডি শাহরুখ খান, টিকটক স্পেশ্যাল অক্ষয় কুমার। কী করছেন এঁরা টিকটিকে...দেখে নিন---

টিকটক টপ ৫ ভিডিওস

১. ৫ ছক্কায় বিরাট কাত : পরপর পাঁচটি ছক্কা হাঁকালেন উমেশ যাদব। তাই দেখে ড্রেসিংরুমে উত্তেজনায় উঠে দাঁড়ালেন বিরাট কোহলি। আর কী করলেন?

২. তলোয়ারে ঠোকাঠুকি : হাফসেঞ্চুরি করার পরেই ব্যাটকে তলোয়ারের মতো ঘোরালেন রবীন্দ্র জাদেজা। তাঁকে উৎসাহ দিতে বিরাটও ব্যাট হাতে তলোয়ার নিয়ে খেললেন সতীর্থের সঙ্গে!

৩. দেখে নিন লেডি শাহরুখ খানকে : বাজিগরের বাজি দেখতে চান? লেডি বাজিগর থুড়ি লেডি শাহরুখ খানকে যে তাহলে দেখতেই হবে!

৪. 'টিকটিক স্পেশ্যাল অক্ষয় কুমার' ব্যস্ত 'বালা ডান্স'-এ : নাম বিকল্প মেহতা। দেখতে, অঙ্গভঙ্গিতে অক্ষয় কুমারের বিকল্প। দেখবেন নাকি তাঁর নাচ?

৫. নকল লড়াই: করণবীর ভোরা আর অস্মিত প্যাটেলের টক্কর। দেখে মনে হবে আসল। পুরোটাই কিন্তু ড্রামেবাজি।

Click for more trending news


.