This Article is From Oct 31, 2018

প্যাটেলের মূর্তি উচ্চতায় নিউ ইয়র্কের স্ট্যাটু অফ লিবার্টির দ্বিগুন: সেরা তথ্য

সর্দার বল্লভ ভাই প্যাটেলের 182 মিটার উঁচু মূর্তি উদ্বোধন হবে আজ।

প্যাটেলের মূর্তি উচ্চতায় নিউ ইয়র্কের  স্ট্যাটু অফ  লিবার্টির দ্বিগুন: সেরা তথ্য

Statue Of Unity: মূর্তি টি উচ্চতায়  597  ফুট বা  182  মিটার।  এর চেয়ে  বড় কোনও মূর্তি  বিশ্বের আর কোথাও নেই

হাইলাইটস

  • সর্দার বল্লভ ভাই প্যাটেলের 182 মিটার উঁচু মূর্তি উদ্বোধন হবে আজ
  • তাঁর জন্ম দিবসে জাতীর উদ্দেশে মূর্তিটি উৎসর্গ করা হবে
  • এই মূর্তিটি চিনের বুদ্ধ মূর্তির থেকে 177 মিটার বেশি উঁচু
নিউ দিল্লি: সর্দার বল্লভ ভাই প্যাটেলের 182 মিটার উঁচু মূর্তি উদ্বোধন হবে আজ।তাঁর জন্ম দিবসে জাতীর উদ্দেশে মূর্তিটি উৎসর্গ করা হবে। এই অনুষ্ঠানে পাত্রে জল ও নুন দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সর্দার প্যাটেলকে লৌহ মানব বলা হত। আর তাই এই মূর্তি নির্মাণ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে লোহা নিয়ে আসা হয়েছে। এখানে ধুতি এবং শাল পরিহিত সর্দারের রূপ দেওয়া হয়েছে।পদ্মভূষণ প্রাপ্ত শিল্পী রাম ভি সুতার এই মূর্তির নকশা তৈরি করেছেন। 250 ইঞ্জিনিয়ার এবং 3,400 জন শ্রমিক 33 মাসের চেষ্টায় মূর্তিটি তৈরি হয়েছে।

রইল ছ'টি গুরুত্বপূর্ণ তথ্য

  1. মূর্তি টি উচ্চতায়  597  ফুট বা  182  মিটার।  এর চেয়ে  বড় কোনও মূর্তি  বিশ্বের আর কোথাও নেই।

  2.  এই মূর্তিটি  চিনের  বুদ্ধ  মূর্তির থেকে 177 মিটার বেশি  উঁচু। এতদিন বুদ্ধ  মূর্তি-ই ছিল সর্বোচ্চ        

  3. প্যাটেলের মূর্তি উচ্চতায় নিউ ইয়র্কের  স্ট্যাটু অফ  লিবার্টির দ্বিগুন।          

  4. এই  স্ট্যাটু অফ   ইউনিটি  তৈরিতে খরচ  হয়েছে 2,989  কোটি টাকা।

  5. পদ্মভূষণ প্রাপ্ত  শিল্পী  রাম ভি সুতার এই মূর্তির নকশা  তৈরি করেছেন। 250 ইঞ্জিনিয়ার  এবং  3,400 জন শ্রমিক 33 মাসের চেষ্টায় মূর্তিটি  তৈরি    হয়েছে।  

  6.   গুজরাটের  সর্দার বাঁধের 3.32 কিলোমিটার জায়গা  জুড়ে মূর্তিটি তৈরি  হয়েছে।     

 



Post a comment
.