This Article is From Apr 21, 2019

শ্রীলঙ্কায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে, টুইটে লিখলেন ট্রাম্প

Sri Lanka Blasts : গোটা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরাই এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সেই পথে হাঁটেন ট্রাম্পও।

শ্রীলঙ্কায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে, টুইটে লিখলেন ট্রাম্প

শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন

হাইলাইটস

  • বিস্ফোরণের ঘটনায় শোক জ্ঞাপন করতে গিয়ে বিপত্তি বাঁধালেন ট্রাম্প
  • তাঁর টুইট বলছে বিস্ফোরণে ঘটনায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে
  • পরে এই টুইট মুছে ন্তুন টুইট করেন মার্কিন রাষ্ট্রপতি

শ্রীলঙ্কার বিস্ফোরণের ঘটনায় শোক জ্ঞাপন করতে গিয়ে বিপত্তি বাঁধালেন মার্কিন রাষ্ট্রপতি ডোনান্ড ট্রাম্প। মৃতের সংখ্যা বেশি লিখে ফেললেন। তাঁর টুইট বলছে  বিস্ফোরণে ঘটনায় ১৩৮ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ৬০০-রও বেশি মানুষ। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০৭ জন আর আহতের  সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরাই এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সেই পথে হাঁটেন ট্রাম্পও। তিনি লেখেন,  "শ্রীলঙ্কার বিস্ফোরণের ঘটনায় মৃত মার্কিন নাগরিকদের শ্রদ্ধা জানাই। এই ঘটনায় ১৩৮ মিলিয়ন মানুষের প্রাণ গিয়েছে আহত হয়েছেন আরও  ৬০০। আমরা সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত।  মৃতের সংখ্যা বেশি থাকায় টুইটটি ডিলিট করে দেওয়া  হয়"। পরে অন্য একটি করেন ট্রাম্প।

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী

ogn3g2rc

Sri Lanka Blasts:  এটাই সেই ডিলিট করা টুইট। 


শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণে দেড়শ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া  দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি  বলেন "এই ঘটনার তীব্র নিন্দা করছি। ভারতীয় উপমহাদেশে এ ধরনের বর্বরতার কোনও  স্থান নেই। নিহতদের পরিবারের পাশে  আছি আমরা"। বিস্ফোরণের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।  লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরছেন মমতা। এরই মাঝে রবিবার টুইট করে তিনি জানান, "ঘটনায় আমি স্তম্ভিত এবং আতঙ্কিত।  কোনও রকমের সন্ত্রাসকেই সমর্থন করার প্রশ্ন ওঠে না। প্রার্থনার সময় যে ঘটনা ঘটল তার নিন্দা করার ভাষা নেই আমরা সকলেই  স্বজনহারাদের পাশে  আছি"।

পরে অবশ্য সঠিক তথ্য দিয়ে টুইট করেন মার্কিন রাষ্ট্রপতি।         

.

 হামলার পর জরুরি ভিত্তিতে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। পাশাপাশি গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন তিনি।               

.