This Article is From Nov 26, 2019

পেটে ১০ কোটির হেরোইন ক্যাপসুল! রাজধানীতে গ্রেফতার ৭ আফগান

এক্সরে করা হয় তাদের। ছবিতে দেখা যায় তাদের পেটে মোট ১০ কোটি টাকার হেরোইন রয়েছে!

পেটে ১০ কোটির হেরোইন ক্যাপসুল! রাজধানীতে গ্রেফতার ৭ আফগান

১০ কোটি টাকার হেরোইন পাচার

দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi airport) সাতজন আফগানিকে ( Afghan nationals) ইতস্তত ঘুরতে দেখেই টনক নড়েছিল নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করে পুলিশ। পোশাক বা লাগেজ ব্যাগ থেকে কিছু না পাওয়ার পরেও ধন্দ না কাটায় এক্সরে করা হয় তাদের। ছবিতে দেখা যায় তাদের পেটে মোট ১০ কোটি টাকার হেরোইন (heroin) রয়েছে!

Viral video: দেখুন, কেমন দুলকি চালে তার ছিঁড়ে আইন ভেঙে রাস্তা পেরোল গজরাজ!

7s7t6u78

(১০ কোটি টাকার হেরোইন সমেত গ্রেফতার ৭ আফগানি.)

খবর, এক্সরে দেখে হতবাক কাস্টমস বিভাগের অফিসাররা। ছবিতে দেখা গেছে ২১৪টি হেরোইল ক্যাপসুল গিলে তারা দিল্লি বিমানবন্দরে নামে। এরপরেই তাঁরা ডাকেন চিকিৎসককে।

১২ বছরেই Data Scientist! রোজ অফিস যায় ক্লাস সেভেনের পড়ুয়া?

চিকিৎসকের সাহায্যে সমস্ত ক্যাপসুল বের করার পর হিসেব করে জানা যায়, এর আর্থিক মবল্য কমসেকম ১০ কোট টাকা। সাতজনকেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

Click for more trending news


.