This Article is From Jan 10, 2020

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপের বিক্ষোভ, পুলিশের জল-কামান ব্যবহার

বৃহস্পতিবার, সে রাজ্যের অন্যতম বিরোধী দল শিরোমনি অকালি একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল। তারপরেই পঞ্জাবের প্রধান বিরোধী দল হিসেবে এদিন পথে নামে আপ ।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আপের বিক্ষোভ, পুলিশের জল-কামান ব্যবহার

বিদ্যুতের দামবৃদ্ধির প্রতিবাদে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টি (আপ)।

হাইলাইটস

  • বিদ্যুতের দাম বৃদ্ধি, প্রতিবাদে চণ্ডীগড়ে বিক্ষোভ দেখাল আপ
  • মুখ্যমন্ত্রী অমরিন্দার সিংয়ের বাড়ির সামনে চলে বিক্ষোভ
  • বিক্ষোভ দমনে জল কামান ব্যবহার করে পুলিশ
চণ্ডীগড়:

রাজ্যের বিদ্যুতের (Power) দাম 'অস্বাভাবিক'। সেই প্রতিবাদে পঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো আম আদমি পার্টি (আপ)। চণ্ডীগড়ের এই প্রতিবাদ দমনে জল কামান ব্যবহার করে পুলিশ। বৃহস্পতিবার, সে রাজ্যের অন্যতম বিরোধী দল তথা এনডিএ শরিক শিরোমনি অকালি একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল। তারপরেই পঞ্জাবের প্রধান বিরোধী দল হিসেবে এদিন পথে নামে আপ (AAP)। সে দলের বিধায়ক ভগবন্ত মান সিংয়ের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর (CM Residence) বাসভবনের সামনে চলে এই বিক্ষোভ। 

‘‘কেবল অতি ধনীদের জন্য'': প্রধানমন্ত্রীর বাজেট বৈঠক প্রসঙ্গে রাহুল গান্ধি

পঞ্জাব বিদ্যুৎ বণ্টন নিগম, গত বছর মে মাসে, ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২ টাকা ১৪ পয়সা বাড়িয়েছে। ফলে সে রাজ্যের বাসিন্দাদের ওপর অতিরিক্ত বিলের বোঝা  চাপছে। কিন্তু নির্বিকার সরকার। সেই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় আপ। এদিকে, দিল্লির শাসক দল আপ, দ্বিতীয়বার সে রাজ্যে সরকার গড়তে মরিয়া। যাদের আগামি বিধানসভা ভোটেও মূল স্লোগান- সস্তায় বিদ্যুৎ ও শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা। আলোকোজ্জ্বল মহল্লা, বস্তি উন্নয়ন এবং অপরাধ রুখতে আরও দেড় লাখ সিসিটিভি বসানো।

সিএএ, এনপিআর ও এনআরসি অপ্রয়োজনীয়, খোলা চিঠিতে দাবি প্রাক্তন আমলাদের

ফলে মানুষের ন্যূনতম চাহিদা বিদ্যুতের মূল্যহ্রাসে সক্রিয় হোক পঞ্জাব সরকার। এদিন বিক্ষোভ থেকে দাবি তোলা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গত বছর অগস্টে বলেছিলেন, দিল্লিবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করলে কোনও বিল দিতে লাগবে না। এই ঘোষণার জেরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের ঘাড়ে ভর্তুকিপিছু  ১৮০০-২০০০ কোটি টাকার অতিরিক্ত দায় চেপেছিল। কিন্তু ২০১৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সস্তায় বিদ্যুৎ বণ্টনের  প্রতিশ্রুতি পূরণ করতে, দিল্লি সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে বলে আপ সূত্রে খবর।অরবিন্দ কেজরিওয়ালের দেখানো  পথে হাঁটুক পঞ্জাবের কংগ্রেস সরকার, এদিন দাবি করেছে পঞ্জাব আপ শাখা। 

পাশাপাশি, বিদ্যুতের দামবৃদ্ধির প্রতিবাদে চলা  আন্দোলনের জের টেনে আগামি ৮ ফেব্রুয়ারি হতে চলা দিল্লি বিধানসভা ভোটে ফল ভালো করতে মরিয়া অরবিন্দ কেজরিওয়ালের দল।

.