This Article is From Feb 06, 2020

রাম জন্মভূমি নিয়ে আজও সমস্যা থেকেই যেত কংগ্রেসের পথে চললে: সংসদে প্রধানমন্ত্রী

‘‘আপনাদের মতো করে চললে রাম জন্মভূমি নিয়ে সমস্যা আজও থেকে যেত। কর্তারপুর করিডরও তৈরি হত না যদি আমরা আপনাদের পথ ধরে চলতাম।’’ সংসদে বললেন প্রধানমন্ত্রী।

রাম জন্মভূমি নিয়ে আজও সমস্যা থেকেই যেত কংগ্রেসের পথে চললে: সংসদে প্রধানমন্ত্রী

রাম জন্মভূমি নিয়ে আজও সমস্যা থেকেই যেত কংগ্রেসের পথে চললে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী।

হাইলাইটস

  • সংসদে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • জানালেন, তাঁর সরকার গত ৭০ বছরের পথকে অনুসরণ করলে সমস্যার সমাধান হত না
  • উল্লেখ করেন, ৩৭০ ধারা ও অযোধ্যা সমস্যার কথা
নয়াদিল্লি:

বৃহস্পতিবার সংসদে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানালেন, যদি তাঁর সরকার গত ৭০ বছরের পথকে অনুসরণ করেই চলত, তাহলে ৩৭০ ধারার (Article 370) বিলুপ্তি কিংবা তিন তালাকের মতো পদক্ষেপ করা সম্ভব হত না। পাশাপাশি অযোধ্যার সমস্যা (Ram Janmabhoomi Dispute) আজও অসমাপ্তই থেকে যেতে। বিরোধীদের ব্যাঙ্গ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই কারণেই সরকার তাড়াহুড়ো করে এই কাজগুলি করেছে।'' জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশ একটা নতুন মানসিকতা নিয়ে কাজ করতে চায়। এবং তাই আমরা আজ এখানে পৌঁছেছি। আপনারা যেখানে ছিলেন আমরা তার থেকে এগিয়ে গিয়েছি। যদি আমরা সেই পথে চলতাম যে পথে আপনারা চলে এসেছেন, তাহলে এমনকী ৭০ বছর পরেও ৩৭০ ধারা বিলুপ্ত হত না।''

তিনি আরও বলেন, ‘‘আপনাদের পথে চললে তিন তালাক এখনও মুসলিম মহিলাদের শোষণ করে চলত। নাবালক ধর্ষকদের ফাঁসিতে ঝোলানোর আইনের খসড়া হত না। আপনাদের মতো করে কাজ করে চললে রাম জন্মভূমি নিয়ে সমস্যা আজও থেকে যেত। কর্তারপুর করিডরও তৈরি হত না যদি আমরা আপনাদের পথ ধরে চলতাম। আমরা বাংলাদেশের সঙ্গেও আন্তঃসীমান্ত সমস্যার সমাধান করতে পারতাম না।''

.