প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছেন কাল এই মামলার শুনানি হবে।
হাইলাইটস
- বাংলা বনধ প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা
- মামলা করলেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি
- কাল শুনানি হবে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
কলকাতা: ইসলামপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় বিজেপির (BJP) ডাকা রাজ্য বনধ প্রত্যাহারের দাবি জানাল অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম (AIMF)। এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোর্তিময় ভট্টাচার্যের এজলাসে এই বিষয়টি উত্থাপন করেন এবং দ্রুত শুনানির জন্য আবেদন জানান। তাঁর দাবি, বনধ ডেকে এভাবে কাউকে নিজের কাজে যোগ দেওয়া থেকে আটকানো যায় না। আবেদন জমা পড়ার পর প্রধান বিচারপতি এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন কাল এই মামলার শুনানি হবে।
ইসলামপুরে ঘটনার (Islampur Clash) পর থেকেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রাজ্য প্রশাসনকে দায়ী করে ঘটনার প্রতিবাদ বনধ ডেকেছে বিজেপি। কিন্তু পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। দুই ছাত্রের মৃত্যুর জন্য বিজেপি এবং আরসএসকে (RSS) দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন বাংলায় কোনও বনধ হচ্ছে না। শিল্প আনতে ইউরোপে গিয়ে এখন মিলানে আছেন মমতা। সেখানেই কলকাতার সাংবাদিকদের তিনি জানান ইসলামপুরে ছাত্র মৃত্যুর দায় নিতে হবে বিজেপি এবং আরএসএসকেই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তুলে ধরে তিনি দাবি করেন যে ধরনের গুলিতে দুজনের মৃত্যু হয়েছে তা পুলিশ ব্যবহার করে না। তাই তাঁর মনে হয় অশান্তি সৃষ্টি করতেই এমন কান্ড ঘটিয়েছে বিজেপি এবং আরএসএস।