This Article is From Jul 16, 2020

"মাই লর্ড নয় বরং স্যার বলুন", কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বার্তা

এই মর্মে একটা চিঠি হাইকোর্টে রেজিস্ট্রার রাই চট্টোপাধ্যায় রাজ্যের সব জেলা আদালত, নিম্ন আদালত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছে

মাই লর্ড নয়, স্যার বলুন। আধিকারিকদের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

কলকাতা:

আমাকে স্যার নয়, মাই লর্ড বলুন। কলকাতা হাইকোর্টের অধীনস্ত সব আদালতে এই নির্দেশ পাঠালেন প্রধান বিচারপতি। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Chief Justice of Kolkata High Court) টিবিএন রাধাকৃষ্ণাণ বলেন, "আমি চাই সব আইন আধিকারিকরা আমাকে স্যার বলুক, ভাই লর্ড নয়।" এই মর্মে একটা চিঠি হাইকোর্টে রেজিস্ট্রার রাই চট্টোপাধ্যায় রাজ্যের সব জেলা আদালত, নিম্ন আদালত এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে (Andaman and Nicobar island) পাঠানো হয়েছে। সব বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতির এই আবেদন তুলে ধরা হয়েছে সেই চিঠিতে।

চিঠিতে উল্লেখ, "প্রধান বিচারপতি ইচ্ছাপ্রকাশ করেছেন এখন থেকে জেলা বিচার সভা এবং মহামান্য হাইকোর্টের আধিকারিকরা তাঁকে বরং মাই লর্ড না বলে স্যার বলুক।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.