This Article is From Jan 02, 2020

আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের, আদালতে বিজেপি

রাজ্যের একমাত্র পুরসভাটিও হাতছাড়া হয়ে গেল গেরুয়া শিবিরের। ৩৫ জনের ভাটপাড়া পুরসভায় ১৯ জনের সমর্থনে আস্থা ভোটে (Trust Vote) জয়ী হল রাজ্যের শাসক দল‌।

আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের, আদালতে বিজেপি

ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস।

লোকসভা নির্বাচনে রাজ্যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ক'টি পুরসভা দখল করেছিল বিজেপি (BJP) তার সব ক'টিই হাতছাড়া হয়ে গেল তাদের। বাকিগুলি হয়েছিল আগেই। এবার ভাটপাড়া পুরসভারও (Bhatpara Municipality) দখল নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজ্যের একমাত্র পুরসভাটিও হাতছাড়া হয়ে গেল গেরুয়া শিবিরের। ৩৫ জনের ভাটপাড়া পুরসভায় ১৯ জনের সমর্থনে আস্থা ভোটে (Trust Vote) জয়ী হল রাজ্যের শাসক দল‌। বৃহস্পতিবার আস্থা ভোটে ১৯-০ ফলাফলে জয়ী হল তারা।

রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবার সকালে একটি আস্থা ভোট হয়। আমরা সেটিতে ১৯-০ ফলাফলে জয়ী হই। বিজেপি কাউন্সিলররা ভোট দেননি।'' 

তৃণমূ‌ল কাউন্সিলররা বিজেপির নিয়ন্ত্রণাধীন এই পুরসভায় চেয়ারম্যান সৌরভ সিংহর বিরুদ্ধে অনাস্থা নোটিশ আনে ডিসেম্বরে। ওই পুরসভার সদস্য সংখ্যা ৩৫ হলেও এর প্রকৃত আসনসংখ্যা ৩২।

ভাটপাড়া পুরসভা বিজেপির হাতছাড়া হওয়ার পর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ, যাঁর বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত ভাটপাড়া পুরসভা, তিনি বলেন, ‘‘আমরা এই বেআইনি আস্থা ভোটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছি।''

গত বছর লোকসভা নির্বাচনের পরে ভাটপাড়ার পুরসভার ২৬ জন কাউন্সিলর দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। আস্থা ভোটে জিতে ক্ষমতা দখল করে বিজেপি। জুন মাসে নতুন চেয়ারম্যান হন সৌরভ সিংহ। এরপর নভেম্বরে তৃণমূল দাবি করে তারা আবারও ওই পুরসভায় সংখ্যাগরিষ্ঠ হয়ে গিয়েছে। কেননা ২৬ জন দলত্যাগী কাউন্সিলরের মধ্যে ১২ জন ফিরে এসেছেন পুরনো দলে।

অবশেষে আস্থা ভোটে জিতে বিজেপির থেকে পুরসভার দখল ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.