This Article is From Apr 16, 2020

লকডাউনে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর, তার মাঞ্জা দেওয়া ঘুড়িতে অন্যরা ভোকাট্টা, দেখুন ভিডিও

Coronavirus Lockdown: মজার এই ভিডিওটি দেখে আপনিও হেসে লুটোপুটি হবেন, ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ

লকডাউনে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর, তার মাঞ্জা দেওয়া ঘুড়িতে অন্যরা ভোকাট্টা, দেখুন ভিডিও

Viral Video: ছাদের উপর দাঁড়িয়ে ওড়াচ্ছে ঘুড়ি বাঁদর, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও

হাইলাইটস

  • লকডাউনের সময় না-মানুষদের নানা কীর্তি উঠে আসছে খবরে
  • এবার একটি বাড়ির ছাদে উঠে ঘুড়ি ওড়াল বাঁদর
  • তার ঘুড়ির সুতোর মাঞ্জায় ভোকাট্টা হল মানুষের ঘুড়ি

চলছে লকডাউন, করোনায় ভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্ত রোধে তাই আগামী ৩ মে পর্যন্ত দেশের মানুষকে আপাতত ঘরবন্দিই (Coronavirus Lockdown) থাকতে হচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী মোদি দেশের জনগণকে অনুরোধ করেছেন যাতে তাঁরা এই ক'দিন ঘরে বসে থাকেন এবং করোন ভাইরাসের এই যুদ্ধে দেশকে জিততে সহায়তা করেন। এই অবস্থায় যে যার মতো করে চারদেওয়ালের মধ্যেই সময় কাটানোর ফিকির খুঁজে নিচ্ছেন। কেউ কেউ আবার ছাদে উঠে ঘুড়িও ওড়াচ্ছেন। কিন্তু এবার এক বাঁদরের ঘুড়ি ওড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। দেখা গেছে, একটি বাড়ির ছাদে উঠে রীতিমতো পাকা খেলোয়াড়ের মতো ঘুড়ি (Monkey Flying Kite) ওড়াচ্ছে একটি বাঁদর। শুধু কী তাই? তার মাঞ্জা দেওয়া ঘুড়িতে একের পর এক অন্যদের ঘুড়ি কেটে লুটিয়ে পড়ছে মাটিতে। যাকে বলে এক না-মানুষের ঘুড়ির মাঞ্জায় ভোকাট্টা অন্য মানুষদের পেটকাঠি-চাঁদিয়াল। মজার এই ভিডিওটি (Viral Video) দেখে আপনিও হেসে লুটোপুটি হবেন, ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস আধিকারিক সুশান্ত নন্দ।

করোনা লকডাউনে শুনশান সৈকত, কুমিরদের পোয়াবারো, খোলামেলা রোদ পোহাচ্ছে তারা

ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ছাদের ট্যাঙ্কে বসে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদরটি। তার মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোর ধারে কেটে গোঁত্তা খেতে খেতে নিচে এসে পড়ছে আরেকটি ঘুড়ি। আর সে ওই ঘুড়িটি নিজের কাছে টেনে নিয়ে ছিঁড়ে ফেলে দিল।

দেখুন এই Viral Video:

"স্বাদ-গন্ধ কিছুই পাচ্ছিলাম না": অভিজ্ঞতা শেয়ার করলেন করোনাকে জয় করে ফেরা তরুণী

এই ভিডিওটিতে এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। ৮০০ জনেরও বেশি নেটিজেনরা এটি লাইক করেছেন এবং ২০০-রও বেশিবার এটি রি-টুইট করা হয়েছে। মানুষজন দারুণ মজা পাচ্ছেন এই ভিডিওটি দেখে। টুইটারে এই ভিডিওটি দেখার পর অনেকেই এরকম প্রতিক্রিয়া দিয়েছেন...

Click for more trending news


.