This Article is From Sep 30, 2018

বৈচিত্র্যের মধ্যে ঐক্য আসতে পারে অনুবাদের মধ্য দিয়েই, বললেন মমতা

বাইবেলের অনুবাদক সন্ত জেরোমকে স্মরণ করে প্রতি বছর 30 সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়।

বৈচিত্র্যের মধ্যে ঐক্য আসতে পারে অনুবাদের মধ্য দিয়েই, বললেন মমতা

তাঁর বহু বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভারতীয় ও আঞ্চলিক ভাষায়।

কলকাতা:

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বললেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আসতে পারে অনুবাদের মাধ্যমে। তাঁর বহু বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভারতীয় ও আঞ্চলিক ভাষায়। তিনি টুইটারে লেখেন, "আজ আন্তর্জাতিক অনুবাদ দিবস। 

2018 সালে এই উৎসবটির থিম হল, বদলে যাওয়া সময়ের সাংস্কৃতিক ঐতিহ্যর নাগাল পাওয়ার চেষ্টা করা অনুবাদের মাধ্যমে"। তিনি আরও বলেন, "বৈচিত্র্যের মধ্যে প্রকৃত ঐক্য ঘটতে পারে অনুবাদের মাধ্যমেই। আমার বহু বই ইংরেজি, হিন্দি এবং অল-চিকি ভাষায় অনূদিত হয়েছে"। 

বাইবেলের অনুবাদক সন্ত জেরোমকে স্মরণ করে প্রতি বছর 30 সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়।

.