This Article is From Mar 06, 2019

পাকিস্তানের দরকার নেই, দেশের ক্ষতির জন্য মমতা একাই যথেষ্ট, বললেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেন, ভারতের ক্ষতি করার জন্য ইমরান খানের প্রয়োজন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট।

পাকিস্তানের দরকার নেই, দেশের ক্ষতির জন্য মমতা একাই যথেষ্ট, বললেন দিলীপ ঘোষ

মমতাকে তীব্র আক্রমণ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। (ফাইল চিত্র)

কলকাতা:

পাকিস্তানের বালাকোটে (Balakot) ভারতীয় বায়ুসেনার এয়ার (Indian Air Force) স্ট্রাইকের 'সাফল্য' নিয়ে প্রশ্ন করার জন্য তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মঙ্গলবার তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি এমনকি তৃণমূল কংগ্রেসকে আল কায়দার মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও তুলনা করেন। পাকিস্তানি নেতাদের মতো কথা বলছেন তৃণমূল নেত্রী, এই অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, ভারতের ক্ষতি করার জন্য ইমরান খানের প্রয়োজন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট। "গোটা দেশ যখন চাইছিল পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানার প্রতিশোধ নিক আমাদের দেশের সেনাবাহিনী, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এয়ার স্ট্রাইক হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন করছেন, কেন পাকিস্তানের ওপর আক্রমণ করা হল। ইমরান খানের মতো করেই তো কথা বলছেন তিনি", রাজ্য বিজেপির সদর দফতর থেকে এই কথা বলেন দিলীপ ঘোষ।

"আমার মনে হয়, ভারতের ক্ষতি করার জন্য আলাদা করে ইমরান খানের মতো কারও প্রয়োজন নেই। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাই যথেষ্ট। তৃণমূল কংগ্রেসের মতো একটি দল যখন এখান থেকে চলছে, তখন আর আলাদা করে সিমি, জামাত-উল-মুজাহিদিন বা আল কায়দার মতো জঙ্গি সংগঠনগুলির দরকার কী?", প্রশ্ন করেন তিনি।

 

 

 

 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.