This Article is From Mar 28, 2019

এসএসসি-র চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে, বিশ্বাস রাখতে বললেন মমতা

সরকারের তরফ মুখ্যমন্ত্রী যাওয়ার আগেও অনশন প্রত্যহাররে অনুরোধ  করা হয়, করা হয় কমিটিও।

হঠাৎই বিক্ষোভস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়।(ফাইল ছবি)

হাইলাইটস

  • এসএসসি-র চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে বিশ্বাস রাখতে বললেন মমতা
  • চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্
  • মমতা বলেন আমি অনুরোধ করছি আপনারা অনশন প্রত্যাহার করে নিন
কলকাতা:

এসএসসি-র চাকরি প্রার্থীদের সঙ্গে  দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকশো চাকরি প্রার্থী কলকাতা প্রেস ক্লাবের পাশে অনশন করছেন। অনশনমঞ্চে গিয়ে মমতা বলেন, "আমি অনুরোধ করছি আপনারা অনশন প্রত্যাহার করে নিন। নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি লাগু আছে বলে আমার পক্ষে এখন প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। কিন্তু আপনাদের সমস্যা  মেটাতে আমরা যথাসাধ্য করব। প্রয়োজনে  আইনে বদলও ঘটিয়ে দেব আমরা"। সন্ধ্যা ৬ টা নাগাদ অনশন মঞ্চে যান মমতা। তার ঘণ্টা খানেক আগে  এনডিটিভি  শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চায়, এই অচলাবস্থা কাটাতে কী করার কথা তাঁরা ভাবছেন। জবাবে পার্থ বলেন, "আমাদের দিক থেকে অচলাবস্থা নেই। ওদের দিক থাকতে পারে। আমি আশা  করি ওরা সুস্থ থাকুক"।

আদবানিজীর সঙ্গে কথা হল, যে ব্যবহার বিজেপি ওদের সঙ্গে করেছে তা দুঃখের: মমতা

স্কুল শিক্ষক নিয়োগ ঘিরে তৈরি হওয়া জটিলতার  জেরে  তৈরি  হওয়া  অনশন বুধবার ২৭ দিনে পড়ে। নিজেদের দাবিতে অনড় পড়ুয়ারা  অনশন চালিয়ে যাচ্ছেন। সরকারের তরফ মুখ্যমন্ত্রী যাওয়ার আগেও অনশন প্রত্যহাররে অনুরোধ  করা হয়। করা হয় কমিটিও।  কিন্তু চাকরিপ্রার্থীরা বলে এসেছেন নিয়োগের দাবি না মানা পর্যন্ত অনশন চলবে।  এরই মধ্যে রাজ্য সরকাররে বিরুদ্ধে  অসহযোগিতার অভিযোগ এনেছেন  আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি পুলিশ মাথার উপরে থাকা ত্রিপল খুলে দিয়েছে। তাছাড়া অনশন তুলে নিয়ে দ্রুত জায়গা খালি করার জন্য প্রশাসনের তরফে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের অনেকের।  তবে মুখ্যমন্ত্রী গিয়ে দেখা করার পর কিছুটা বদলেছে পরিস্থিতি।  অনশন প্রত্যাহার নিয়ে আলোচনা করছেন চাকরি প্রার্থীরা।                                           
 

.