This Article is From Mar 12, 2020

বিধায়কদের আটকে রাখার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

বৃহস্পতিবার ভোপালে বিজেপির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তোলে কংগ্রেস। তাদের দাবি, তাদের বিধায়কদের মুক্তি না দেওয়া হলে তারা শীর্ষ আদালতে যাবে।

বিধায়কদের আটকে রাখার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

এদিন সাংবাদিক সম্মেলন‌ে এমনই দাবি করে কংগ্রেস।

হাইলাইটস

  • মধ্যপ্রদেশ কংগ্রেস বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল
  • বিজেপির বিরুদ্ধে তাদের বিধায়কদের আটক করে রাখার অভিযোগ তুলল কংগ্রেস
  • বিধায়কদের মুক্তি না দিলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের
নয়াদিল্লি:

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপির (BJP) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল কংগ্রেস (Congress)। তাদের অভিযোগ, মধ্যপ্রদেশের দলত্যাগী কংগ্রেস বিধায়কদের জোর করে আটকে রেখেছে বিজেপি। এমনকী তাদের বিধায়কদের মারধর করার অভিযোগও তুলেছে কংগ্রেস। তারা জানিয়েছে, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তারা। এদিন এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এমন দাবি করেন কংগ্রেস নেতারা। সাংবাদিক সম্মেলনে দিগ্বিজয় সিংহ, বিবেক তঙ্খা ও শোভা ওঝা ছাড়াও কংগ্রেসের কয়েকজন প্রবীণ নেতানেত্রী উপস্থিত ছিলেন সেখানে।

বৃহস্পতিবার ভোপালে বিজেপির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তোলে কংগ্রেস। তাদের দাবি, তাদের বিধায়কদের মুক্তি না দেওয়া হলে তারা শীর্ষ আদালতে যাবে।
 

তাদের বিধায়কদের মারধর করার অভিযোগই কেবল নয়, একটি ভিডিও-ও সাংবাদিক সম্মেলনে দেখিয়েছে কংগ্রেস। বিজেপির বিধায়কদের বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগও তোলে তারা।

গত সোমবার মধ্যপ্রদেশের অধিকাংশ বিদ্রোহী কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরু চলে যান একটি চাটার্ড ফ্লাইটে। সূত্রানুসারে, তাঁদের মধ্যে একটি মতপার্থক্য দেখা দেয়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপিতে যোগ দিলেও তাঁর অনুগামীরা অনেকেই এব্যাপারে জ্যোতিরাদিত্যকে অনুসরণ করতে রাজি নন।

.