This Article is From Oct 25, 2018

বিশাখাপত্তনম বিমান বন্দরে আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডি

বিশাখাপত্তনম বিমান বন্দরে আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুড়ির আঘাতে আহত জগমোহন।

বিশাখাপত্তনম বিমান বন্দরে আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডি

বিশাখাপত্তনম বিমান বন্দরে আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডি

হাইলাইটস

  • বিমান বন্দরে আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডি
  • ক্যান্টিন কর্মীর ছুড়ির আঘাতে আহত জগমোহন
  • নেতার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন না পারাতেই আক্রমণ
বিশাখাপত্তনম:

বিশাখাপত্তনম বিমান বন্দরে আক্রান্ত ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগমোহন রেড্ডি।  ক্যান্টিন কর্মীর ছুড়ির আঘাতে আহত জগমোহন। তাঁর  বাঁ হাত থেকে রক্তক্ষরণ হতে দেখা  গিয়েছে। প্রাথমিক ভাবে  অনুমান ধাতব বস্তু দিয়ে  তাঁর  উপর আক্রমণ করা হয়েছে।   তাঁর দাবি তিনি নেতার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন না পারাতেই  আক্রমণ করেছন।

 বিমান বন্দরের নিরাপত্তায় যে ফাঁক আছে তা  এই ঘটনায়  আরও একবার  প্রমাণিত হল বলে  মনে  করা  হচ্ছে।  এদিকে  আক্রমণের  সঙ্গে সঙ্গেই শ্রীনিবাস নামে ওই ক্যান্টিন কর্মীকে ধরে ফেলে পুলিশ।  তদন্তকারীদের শ্রীনিবাস জানিয়েছেন জহমোহন ক্ষমতায় আসুক সেটা  তিনি চান না।        

বিশাখাপত্তনম থেকে  হায়দরাবাদের বিমানের অপেক্ষা করছিলেন জগমোহন।  অন্যদিকে তাঁর  দলের কেউ কেউ মনে করছে এই  আক্রমণের নেপথ্যে  শাসক  টিডিপির চক্রান্ত আছে। 

তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠাকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছে টিডিপি। দলের নেতা লঙ্কা  দিনাকর জানান। বিমান  বন্দরের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার। তবু  এমন ন ঘটনা কীভাবে ঘটল তা  খতিয়ে দেখা হবে।                  

.