This Article is From Oct 25, 2019

জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হবেন গিরিশচন্দ্র মুর্মু

গত আগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নিয়ে সেই রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।

জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হবেন গিরিশচন্দ্র মুর্মু

গোয়ার রাজ্যপাল হচ্ছেন সত্যপাল মালিক।

নয়াদিল্লি:

জম্মু ও কাশ্মীরের (J&K) রাজ্যপাল সত্যপাল মালিককে (Satya Pal Malik) বদলি করা হল। তাঁকে গোয়ার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হল। অন্যদিকে ব্যয় সচিব গিরিশচন্দ্র মুর্মুকে জম্মু ও কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor)হিসেবে নিয়োগ করা হবে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়েগ করা হবে রাধাকৃষ্ণ মাথুরকে। 

গত আগস্ট মাসে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস' তুলে নিয়ে সেই রাজ্যকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।

সেই দু'টি অঞ্চল হল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এবার সেই দুই অঞ্চলের জন্য দু'জনকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হল।

সারেগামাপা-র মঞ্চ মাতানো স্নিগ্ধজিৎ রবীন্দ্র সরোবরে লেকের ধারে এনডিটিভি বাংলার সঙ্গে আড্ডা দিলেন। সঙ্গে গান তো রইলই।

.