This Article is From Jul 20, 2018

প্রভুর হুইলচেয়ার ঠেলে নিয়ে যায় পোষ্য সারমেয়। দেখুন ভিডিও

ভিডিওতে দেখা যাচ্ছে ডিগং তার মাথা দিয়ে প্রভুর হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে।

প্রভুর হুইলচেয়ার ঠেলে নিয়ে যায় পোষ্য সারমেয়। দেখুন ভিডিও

হুইচেয়ারের ওই ব্যক্তির নাম ড্যানিলো অ্যালার্কন, বহু বছর আগে মোটর সাইকেল দুর্ঘটনায় যার মেরুদণ্ডে আঘাত লাগে।

চিরকাল আমরা শুনে এসেছি মানুষের প্রিয় বন্ধু কুকুর। এই ভিডিওটা আরও একবার তার প্রমাণ দিল।

ফিলিপাইনের একজন ফেসবুক ব্যবহারকারী রাস্তায় একটা কুকুরকে তার প্রভুর হুইচেয়ার ঠেলে নিয়ে যাওয়ার সময় ভিডিও করে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা অত্যন্ত ভাইরাল হয় এবং দর্শকদের সবার মন জয় করে নেয়।

MBA পাঠরত মিসিস ফেইথ রেভিল্লা ঘটনার ভিডিও করে ফেসবুকে গত 30 শে জুন শেয়ার করেন।

মেট্রোর তরফে জানানো হয়েছে, হুইচেয়ারের ওই ব্যক্তির নাম ড্যানিলো অ্যালার্কন, বহু বছর আগে মোটর সাইকেল দুর্ঘটনায় যার মেরুদণ্ডে আঘাত লাগে। দুর্ঘটনার পর থেকে তিনি হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়েন। ডিগং নামের কুকুরটা জন্ম থেকেই তার কাছে আছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ডিগং তার মাথা দিয়ে প্রভুর হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে।

 
 

মেট্রোর তরফে জানানো হয়, মিস রেভিল্লা এগিয়ে গিয়ে মিস্টার অ্যালার্কনের সঙ্গে আলাপ করেন। “ওঁদের দুইজনকে দেখে আমাদের খুব ভাল লাগে। আমরা ড্যানিলোকে তাঁর পছন্দের জায়গায় নিয়ে গিয়ে ট্রিট দিই”, জানান মিস রেভিল্লা।  

 
 

ডিগং সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান।  

Click for more trending news


.